বিশ্বকাপ বাছাইয়ে ১৬ তারিখে অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ খেলতে মাঠে নামবে বাংলাদেশ। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে একটু আগে ভাগেই অস্ট্রেলিয়ায় গিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। অস্ট্রেলিয়ায় গিয়ে আজ (মঙ্গলবার) দ্বিতীয় দিনের মতো অনুশীলন করেছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার বিপক্ষে ২০১৫ সালে দুই ম্যাচে ৯ গোল হজম করেছিল বাংলাদেশ। এবার কী হবে, এনিয়ে অনেকে সন্দিহান। তবে, আনিসুর রহমান জিকোর জায়গায় দলে জায়গা পাওয়া গোলরক্ষক মিতুল মারমা বলেন, নিজেদের সেরাটা দিয়েই খেলতে চান সকারুসদের বিপক্ষে।
এক ভিডিও বার্তায় মিতুল মারমা বলেন, “যেহেতু গোলরক্ষক, সেহেতু সবসময়ই লক্ষ্য থাকে যেন গোল হজম না করি। নিজের সেরা পারফরম্যান্স দিতে পারি। দলীয় লক্ষ্য ওরা বড় টিম, তাই বলে আমাদের যে ভয় থাকবে, তা নয়, আমরা চেষ্টা করবো আগে আমাদের ডিফেন্সটা সামলানোর এবং এই সুযোগে আমরা যতটুকু পাল্টা আক্রমণে যেতে পারি, সেই প্রস্তুতি নিচ্ছি।”
অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলের বিপক্ষে সেরাটা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে পুরো দলই। মিতুলের কণ্ঠে তারই প্রকাশ, ”জাতীয় দলের যতগুলো ম্যাচ আছে, সবগুলোতেই লড়াই করতে হয়। এখানে আমাদের প্রস্তুতিও হচ্ছে সবসময় বড় কিছু লক্ষ্য থাকতে হবে। আমরা সেটাই করছি। বিগত ম্যাচগুলোয় আমাদের দল ভালো করেছে। আপনারা জানেন, অস্ট্রেলিয়া কতটা শক্তিশালী দল। আমরা ওই হিসাবে প্রস্তুতি নিচ্ছি, চেষ্টা করছি, সেরাটা দেওয়ার জন্য।”
এদিকে, ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষ বলেন, “ফরোয়ার্ড, মাঝমাঠ, রক্ষণভাগ ও গোলকিপিং-সব বিভাগকেই ভাল খেলতে হবে। তাহলেই অস্ট্রেলিয়ার মতো দলের বিপক্ষে ভাল কিছু করতে পারব। প্রত্যেককে নিজেদের অবস্থান থেকে শতভাগ দিতে হবে। এখন আমরা ব্লক নিয়ে কাজ করছি। আমরা এক সাইড দিয়ে খেলে টেক্কা দিতে চাই। দলীয়ভাবে সবাই ভাল খেললে আশা করি ভালো ফল হবে।”
এদিকে, বাংলাদেশের অনুশীলন দেখতে আজ মাঠে আসেন অনেক প্রবাসী বাঙালিরা। এদের মধ্যে মাঠে উপস্থিত ছিলেন প্রয়াত তারকা ফুটবলার বাদল রায়ের মেয়ে গঙ্গোত্রী রায় বৃষ্টি। তাদের তাদের প্রত্যাশা ভালো কিছু করে দেখাতে পারবেন জামালরা।