• ঢাকা
  • মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫, ২৯ আশ্বিন ১৪৩২, ২২ রবিউস সানি ১৪৪৭

দিনশেষে ৮০ রানে পিছিয়ে বাংলাদেশ


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ২৩, ২০২২, ০৬:৩২ পিএম
দিনশেষে ৮০ রানে পিছিয়ে বাংলাদেশ

৭ রানে দিনশেষ করা ভারত প্রথম সেশনে তিন উইকেট হারিয়ে একটু পেছনেই পড়েছিল। দ্বিতীয় সেশনে ঘুরে দাঁড়ায় ঋষভ পান্থ ও শ্রেয়াস আইয়ারের ব্যাটে। তৃতীয় সেশনে বাংলাদেশি বোলারদের বোলিং তোপে পড়ে ৩১৪ রানে অলআউট হয় ভারত। দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ৭ রানে দিন শেষ করেছে বাংলাদেশ। দ্বিতীয় দিনশেষে এখনও পিছিয়ে আছে ৮০ রানে।

শুক্রবার (২৩ ডিসেম্বর) দ্বিতীয় দিনের শুরুতে প্যাভিলিয়নে ফেরেন অধিনায়ক লোকেশ রাহুল ও শুভমান গিল। তাদের বিদায়ের পর চেতেশ্বর পূজারাও খুব বেশি সময় উইকেটে থাকতে পারেননি। দ্বিতীয় সেশনের শুরুতেই বিদায় হন বিরাট কোহলিও।

৯৪ রানে ৪ উইকেট হারানো ভারতকে টেনে তোলেন ঋষভ পান্থ ও শ্রেয়াস আইয়ার। তাদের ১৫৯ রানের জুটিতেই মূলত ৩০০ পার করা ইনিংসের ভিত্তি পায় ভারত।

ঋষভ পান্থ ৯৩ ও শ্রেয়াস আইয়ার ৮৭ রানে ফিরলে ভারতের বাকি ব্যাটাররা আর টিকে থাকতে পারেননি উইকেটে। মূলত সাকিব আল হাসানের বোলিং তোপে হুড়মুড়িয়ে ভাঙে ভারতের ব্যাটিং লাইন আপ।

শেষ পর্যন্ত ৩১৪ রানে থামে ভারতের ইনিংস। তাদের লিড দাঁড়ায় ৮৭ রান। জবাবে কোনো উইকেট না হারিয়ে ৭ রানে দিন শেষ করে ভারত।

Link copied!