• ঢাকা
  • মঙ্গলবার, ০১ জুলাই, ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২, ০৫ মুহররম ১৪৪৬

শুরুতেই আফগানদের তিন উইকেট তুলে নিলো বাংলাদেশ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ১৫, ২০২৩, ১২:০৭ পিএম
শুরুতেই আফগানদের তিন উইকেট তুলে নিলো বাংলাদেশ

বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই বাজিমাৎ করেছে আফগানিস্তান। মাত্র ৯ রানের মধ্যে শেষ ৫ উইকেট তুলে নিয়েছে তারা। বাংলাদেশও অবশ্য আফগান দুই ওপেনারকে ফিরিয়ে দিয়েছে দ্রুত।

দলীয় মাত্র ১৮ রানেই প্রথম উইকেট হারায় আফগানিস্তান। শরিফুল ইসলামের বলে উইকেটের পেছনে দাঁড়ানো লিটন কুমার দাস ক্যাচ ধরেন। ৬ রানের ব্যবধানে দ্বিতীয় উইকেট হারায় আফগানরা। এবাদত হোসেনের বলে আব্দুল মালিক বল তুলে দেন জাকির হাসানকে।

রহমত শাহ ও হাসমতউল্লাহ শাহিদী জুটি গড়ার চেষ্টা করেও ব্যর্থ হন। দলীয় ৩৫ রানে রহমতের উইকেটের পতন ঘটে। এই উইকেটের মাধ্যে নিজের দ্বিতীয় উইকেট তুলে নেন এবাদত।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত, ৩ উইকেট হারিয়ে ৩৫ রান নিয়ে মধ্যাহ্নভোজের বিরতিতে গেছে আফগানরা। 

Link copied!