বাংলাদেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর অন্তর্বর্তীকালীন সরকার এখন ক্ষমতায়। শেখ হাসিনার সরকার ছাত্রদের আন্দোলনের মুখে পদত্যাগ করে। সাবেক প্রধানমন্ত্রী নিজেও দেশ ছেড়ে ভারতে চলে গেছেন। কাকতালীয় হলেও সত্য গত ৫ আগস্টের পর এখন পর্যন্ত আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে অভূতপূর্ব সাফল্য পেয়েছে বাংলাদেশ।
সাফ অনূর্ধ্ব-২০ পুরুষদের ফুটবলের শিরোপা জিতেছে বাংলাদেশ ফাইনালে স্বাগতিক নেপালকে পরাজিত করে। ভুটানের মাটিতে ফুটবল সিরিজ ১-১ ব্যবধানে ড্র করেছে বাংলাদেশ জাতীয় দল। শক্তিশালী পাকিস্তানের বিপক্ষে তাদের মাটিতে টেস্ট সিরিজে বাংলাদেশ ২-০ ব্যবধানে জয়লাভ করে ইতিহাস গড়েছে। কারণ, এবারের আগে বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে নিজেদের কিংবা প্রতিপক্ষের মাটিতে কোন টেস্ট ম্যাচ জিততে পারেনি। আর এবার পাকিস্তানকে করেছে হোয়াইটওয়াশ।
এদিকে, শ্রীলঙ্কা সফরে রয়েছে বাংলাদেশ নারী ‘এ’ ক্রিকেট দল। সেখানে ১-০ ব্যবধানে জয়ী হওয়ার পর পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ ২-০ ব্যবধানে এগিয়ে গেছে।
প্রথম ম্যাচে ৭ উইকেটে জেতার পর শুক্রবার জিতেছে ১০৪ রানের বড় ব্যবধানে। বাংলাদেশের ৬ উইকেটে ১৬৪ রানের জবাবে শ্রীলঙ্কার নারীরা মাত্র ৬০ রানে অলআউট হয়। বাংলাদেশের সাথী ৫০ ও সোবহানা ৩৯ রান করেন। নিগার সুলতানা জ্যোতি ২৪ বলে ৩৪ রান করেন। আর বাংলাদেশের বোলারদের মধ্যে রাবেয়া খান ৪টি উইকেট লাভ করেন।
১৫ সেপ্টেম্বর তৃতীয়, ১৭ সেপ্টেম্বর চতুর্থ এবং ১৮ সেপ্টেম্বর পঞ্চম টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এই তিনটির মধ্যে মাত্র একটিতে জিততে পারলেই সিরিজ হয়ে যাবে বাংলাদেশের।