• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

পাকিস্তানের বিপক্ষে টস হেরে ব্যাট করছে অস্ট্রেলিয়া


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ২০, ২০২৩, ০২:৩৬ পিএম
পাকিস্তানের বিপক্ষে টস হেরে ব্যাট করছে অস্ট্রেলিয়া
টস ছবি : সংগৃহীত

প্রথম দুই ম্যাচ জয়ের পর তৃতীয় ম্যাচে ভারতের বিপক্ষে বাজে ভাবে হেরেছে পাকিস্তান। চতুর্থ ম্যাচে আজ(শুক্রবার) তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। যারা প্রথম দুই ম্যাচ হারের পর শেষ ম্যাচে দারুণ জয় পেয়েছে অজিরা। তাই উজ্জীবিত অজিদের বিপক্ষে জয়ের ধারায় ফেরার লক্ষ্য নিয়ে মাঠে নামছে বাবর আজমরা। বেঙ্গালুরুতে টস জিতে পাকিস্তান অধিনায়ক অজিদের ব্যাট করতে পাঠিয়েছে। পাকিস্তান দলে একটা পরিবর্তন আছে। শাদাব খানের জায়গায় ফিরেছেন উসামা মীর। তবে অস্ট্রেলিয়া দলে কোনো পরিবর্তন নেই।

নেদারল্যান্ডসকে ৮১ রানে হারিয়ে বিশ্বকাপ শুরু করেছিল পাকিস্তান। পরের ম্যাচে বিশ্বকাপে রেকর্ড জয়ের নজির গড়ে পাকিস্তান। শ্রীলঙ্কার ছুঁড়ে দেয়া ৩৪৫ রানের টার্গেট ১০ বল বাকী রেখে স্পর্শ করে ৬ উইকেটের জয় তুলে নেয় পাকিস্তান। বিশ্বকাপে রান তাড়ায় নতুন রেকর্ড গড়ে তারা।

প্রথম দুই ম্যাচ থেকে শতভাগ সাফল্য নিয়ে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের মুখোমুখি হয় পাকিস্তান। আহমেদাবাদে ভারতের কাছে ৭ উইকেটে হেরে যায় পাকিস্তান। ম্যাচে প্রথমে ব্যাট করে ২ উইকেটে ১৫৫ রান তুলে দারুণ অবস্থায় ছিল পাকরা। এরপর ব্যাটিং বিপর্যয়ে ১৯১ রানে গুটিয়ে যায় পাকিস্তান। ভারতের কাছে হারের দুঃস্মৃতি ভুলে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ নিয়ে এখন সব মনোযোগ পাকিস্তানের।

পাকিস্তান একাদশ 

বাবর আজম (অধিনায়ক), ইমাম-উল-হক, আবদুল্লাহ শফিক, মোহাম্মদ রিজওয়ান, সউদ শাকিল, ইফতেখার আহমেদ, উসামা মীর, মোহাম্মদ নেওয়াজ, হারিস রউফ, হাসান আলি ও শাহীন আফ্রিদি।

অস্ট্রেলিয়া একাদশ 

প্যাট কামিন্স (অধিনায়ক), মার্নাস লাবুশেন, জশ ইংলিস, জশ হ্যাজলউড, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টয়নিস, ডেভিড ওয়ার্নার ও অ্যাডাম জাম্পা।

খেলা বিভাগের আরো খবর

Link copied!