• ঢাকা
  • মঙ্গলবার, ০৮ জুলাই, ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২, ১২ মুহররম ১৪৪৬

বিপিএলের শুরুর দিনেই দর্শক উন্মাদনা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ৩০, ২০২৪, ০৪:৫১ পিএম
বিপিএলের শুরুর দিনেই দর্শক উন্মাদনা
গ্যালারিতে প্রবেশের অপেক্ষায় দর্শকরা। ছবি: সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) উদ্বোধনী দিনে গ্যালারি ভরে উঠেছে দর্শকে। ছুটির দিন নয়, সোমবার স্কুল-কলেজ, অফিস-আদালত সবই খোলা। এবারের আসরে নেই বাংলাদেশের সবচেয়ে বড় ক্রিকেট তারকা সাকিব আল হাসান ও মাশরাফি বিন মর্তুজা। এরপরও বিপিএল নিয়ে দর্শক উন্মাদনার কমতি নেই। মিরপুর শেরে বাংলায় প্রথম ম্যাচেই উপস্থিত সহয় বিপুল সংখ্যক দর্শক। স্টেডিয়ামের গেটেও ছিল দর্শকদের উপচেপড়া ভিড়।

দর্শকদের চাপ এত বেশি ছিল, খেলা শুরুর দুই ঘণ্টা আগেই হোম অব ক্রিকেটের মূল প্রবেশদ্বার ২ নম্বর গেটের বাইরে টিকিট না পাওয়া দর্শকদের উন্মত্ত আচরণে চরম বিশৃঙ্খল অবস্থা তৈরি হয়। টিকিট না পেয়ে ২ নম্বর গেট দিয়ে মূল গেটে প্রবেশ করার চেষ্টা করেন দর্শকরা। এক পর্যায়ে গেটের নিরাপত্তা বেষ্টনী ভেঙে স্টেডিয়ামের ভেতরে ঢুকে পড়েন তারা।

অপ্রত্যাশিত এ ঘটনা বাদ দিলে দর্শকদের এই উন্মাদনা বিপিএলের মতো আসরে ইতিবাচক। বিশেষ করে এর আগে বিপিএলে সিলেট, চট্টগ্রামে এই উন্মাদনা থাকলেও ঢাকার মাঠে দর্শক কম দেখা গেছে। এবারের শুরুতে বেশ দর্শক দেখা গেলো।

প্রথম ম্যাচ চলছে ফরচুন বরিশাল ও দুরন্ত রাজশাহীর মধ্যে। দ্বিতীয় ম্যাচ সন্ধ্যায় ঢাকা ক্যাপিটালস আর রংপুর রাইডার্সের। হাইভোল্টেজ সে ম্যাচে দর্শক উন্মাদনা আরও বাড়বে নিঃসন্দেহে।

দেড়মাসব্যাপী বিপিএলের একাদশ আসর ৩০ ডিসেম্বর শুরু হয়ে চলবে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত।

Link copied!