• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

শিরোপা জয় দিয়েই প্রাক মৌসুম শেষ করলো আর্সেনাল


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৩, ২০২৩, ০১:৫৪ পিএম
শিরোপা জয় দিয়েই প্রাক মৌসুম শেষ করলো আর্সেনাল
ছবি: সংগৃহীত

ইংলিশ লিগ শুরুর আগে শিরোপা জয়ের স্বাদ পেলো আর্সেনাল। প্র‌াক মৌসুমের শেষ ম্যাচে তারা মোনাকোকে হারিয়েছে পেনাল্টি শুট আউটে। নির্ধারিত সময়ে খেলার ফলাফল থাকে ১-১। পরে টাই ব্রেকারে  ৫-৪ গোলে জয় পায় আর্সেনাল। ফলে আবারও এমিরেটস কাপের শিরোপা জিতল আর্তেতার দল।

মৌসুম শুরুর আগে ঘরের মাঠে এমিরেটস কাপ টুর্নামেন্ট খেলে থাকে আর্সেনাল। ২০০৭ সাল থেকে শুরু হওয়া এই টুর্নামেন্টের সর্বোচ্চ চ্যাম্পিয়ন আর্সেনালই। টুর্নামেন্টের ১২ শিরোপার মধ্যে ৭টি নিজেদের ঘরে তুলেছে গানাররা।

ম্যাচের ৩১ মিনিটে ইউসুফ ফোফানার গোলে এগিয়ে গিয়েছিল সফরকারী দল মোনাকো। তবে প্রথম হাফ শেষ হওয়ার দুই মিনিট আগেই সমতায় ফেরে আর্সেনাল। গানারদের হয়ে গোল করেন এডওয়ার্ড এনকিটে। দ্বিতীয়ার্ধে অনেক চেষ্টা করেও কোনো দলই আর গোল করতে পারেনি।

এরপর ম্যাচ গড়ায় পেনাল্টি শুট আউটে। সেখানে সবকটি পেনাল্টিতে গোল করে আর্সেনাল। তবে মোনাকোর ফুটবলার মিনামিনোর পেনাল্টি সেভ করে আর্সেনাল গোলরক্ষক। আর তাতে ৫-৪ গোলে জয় নিয়ে এবারের এমিরেটস কাপের শিরোপা জেতে আর্সেনাল। এই ম্যাচ দেখতে মাঠে উপস্থিত ছিলেন আর্সেনালের কিংবদন্তী কোচ আর্সেন ওয়েঙ্গার।

Link copied!