বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে সোমবার (৯ অক্টোবর) নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামবে নিউজিল্যান্ড। এই ম্যাচেও পাওয়া যাবে না দলটির নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসনকে। তৃতীয় ম্যাচ থেকে তাকে পাওয়ার আশা করছে কিউইরা।
বিশ্বকাপ প্রস্তুতির দুই ম্যাচেই দারুণ ব্যাটিং করেছেন উইলিয়ামসন। তবুও তাকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চাচ্ছে না নিউজিল্যান্ড। সে কারণেই ইংল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচেও মাঠে নামানো হয়নি উইলিয়ামসনকে। একই কারণে নেদারল্যান্ডস ম্যাচেও বেঞ্চে বসে থাকতে হবে উইলিয়াসনকে।
চলতি বছর আইপিএল খেলতে গিয়ে চোটে পড়েছিলেন উইলিয়ামসন। হাঁটুতে অস্ত্রোপচার করার কারণে ধারণা করা হচ্ছিল যে বিশ্বকাপে জায়গা হবে না তার। তবে বিশ্বকাপ খেলতে মরিয়া উইলিয়ামসন সকল পরীক্ষা পার করে এসেছেন দলে। কিন্তু এখনও পুরোপুরি চোট থেকে সেরে ওঠেননি তিনি। তাই তার সেরে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে চায় নিউজিল্যান্ড টিম ম্যানেজমেন্ট।
উইলিয়ামসনের চোটের সর্বশেষ অবস্থা সম্পর্কে কোচ গ্যারি স্টিড বলেছেন, “আমার মনে হয় ফিল্ডিংয়ের জন্য ওর আরেকটু উন্নতি প্রয়োজন, আরেকটু আত্মবিশ্বাস দরকার। তবে সে খুব ভালোভাবে উন্নতি করছে। আমরা আশাবাদী তৃতীয় ম্যাচ থেকে খেলতে পারবে। আজকে আমাদের অনুশীলন আছে, এরপর দল ঠিক করব। তবে এই মুহূর্তে মনে হচ্ছে তৃতীয় ম্যাচ থেকেই কেইনের (উইলিয়ামসনের) টুর্নামেন্ট শুরু হবে।”
অধিনায়ক উইলিয়াসনকে না পেলেও কাল নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচে ফিরতে পারেন টিম সাউদি ও লকি ফার্গুসন। গত মাসে ইংল্যান্ড সফরে শেষ ওয়ানডেতে ডান হাতের বৃদ্ধাঙ্গুলিতে চোট পান সাউদি। দ্রুত অস্ত্রোপচার করলেও বিশ্বকাপের প্রথম ম্যাচের আগে ফিট হতে পারেননি তিনি। তাই তাকে ছাড়াই খেলতে হয় প্রথম ম্যাচ।
লকি ফার্গুসনের চোটটা অবশ্য মারাত্মক কিছু নয়। তিনি ফিট হয়ে উঠেছেন বলে নিশ্চিত করেছেন স্টিড। কোচ বলেন, “লকি ফার্গুসন ভালোভাবেই অনুশীলন সেরেছে। আগামীকাল (সোমবার) ওকে পাওয়া যাবে। টিম সাউদিরও অনুশীলনে কোনো সমস্যা হয়নি। ওর একটা এক্স-রে করা হবে। ওর ব্যাপারে এরপর সিদ্ধান্তে নেব।”









-20251029103315.jpeg)




























