কাতার বিশ্বকাপ

হারের ম্যাচে নতুন রেকর্ড রোনালদোর


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১০, ২০২২, ১১:৫৩ পিএম
হারের ম্যাচে নতুন রেকর্ড রোনালদোর
ছবিঃ গেটি ইমেজস

মরক্কোর বিপক্ষে অপ্রত্যাশিত হারে কোয়ার্টার ফাইনালেই বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল। তবে হারের ম্যাচেও নতুন এক রেকর্ড গড়েছেন এই পর্তুগিজ সুপারস্টার।

শনিবার (১০ ডিসেম্বর) দোহার আল থুমামা স্টেডিয়ামে মরক্কোর বিপক্ষে ম্যাচের ৫১তম মিনিটে মাঠে নেমেছিলেন রোনালদো। পর্তুগালের জার্সিতে এটা রোনালদোর ১৯৬তম ম্যাচ।

জাতীয় দলের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডে রোনালদো ছুয়েছেন কুয়েতের আল-মুতাওয়াকে। দু’জনেই আন্তর্জাতিক ফুটবলে ১৯৬টি করে ম্যাচ খেলেছেন।

এর আগে চলতি বিশ্বকাপের প্রথম ম্যাচে ঘানার বিপক্ষে গোল করে প্রথম ফুটবলার হিসেবে পাঁচ বিশ্বকাপে গোল করার রেকর্ড গড়েছিলেন রোনালদো। এছাড়া অনেক আগেই আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলদাতার আসনে বসেছেন।

এখন পর্ন্ত ১৯৬ ম্যাচে রোনালদোর গোল ১১৮টি। আর বিশ্বকাপে ২২ ম্যাচ খেলে পর্তুগিজ সুপারস্টারের গোল সংখ্যা আটটি। 

Link copied!