বিপিএলে কারা পাচ্ছে দল


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ২৯, ২০২৫, ০৮:৩৯ এএম
বিপিএলে কারা পাচ্ছে দল
ছবি : সংগৃহীত

ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে মাঠে গড়াবে বিপিএলের ১২তম আসর। তার আগে মঙ্গলবার এই আসরের জন্য ফ্র্যাঞ্চাইজি মালিকানা চেয়ে আবেদন করার সময় শেষ হচ্ছে। মঙ্গলবার পর্যন্ত আবেদন করেছিল মাত্র দুই দল। ঢাকা ক্যাপিটালস ও কুমিল্লা ফাইটার্স নামে এই আবেদন এসেছে। 

এদিকে পে অর্ডার না থাকায় গ্রহণ করা হয়নি রাজশাহীর আবেদন। তবে নতুন মালিকানায় রাজশাহী শেষ দিনে সব প্রক্রিয়া সম্পন্ন করে ফের আবেদন করতে পারে। এ ছাড়া মঙ্গলবার সময় শেষ হওয়ার আগে আবেদন করবে সিলেট, খুলনা, রংপুর ও চট্টগ্রাম। পুরোনো মালিকানায় আসতে যাচ্ছে খুলনা টাইগার্স ও রংপুর রাইডার্স। 

দল পেতে শেষ দিনে আবেদন করবেন গত আসরের অন্যতম আলোচিত চিটাগং কিংসের মালিক সামির কাদের চৌধুরী। তবে শোনা যাচ্ছে, চট্টগ্রাম থেকে দল পেতে আবেদন করতে পারে আরেকটি বড় গ্রুপ। বরিশাল থেকে এখন পর্যন্ত শোনা যায়নি আগ্রহী কারও নাম। 

সব ঠিক থাকলে ৬ দল নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটির দ্বাদশ আসর। প্রাথমিকভাবে আসন্ন বিপিএলের ড্রাফটের সময় নির্ধারিত হয়েছে ১৭ নভেম্বর।

ড্রাফটের পর ডিসেম্বরের মাঝামাঝি সময়ে মাঠে গড়াতে পারে টি-টোয়েন্টি ফরম্যাটের অন্যতম জনপ্রিয় এই টুর্নামেন্ট। এদিকে, দল চূড়ান্ত হলে কাজ শুরু করবে বিপিএল আয়োজনের দায়িত্ব পাওয়া বিদেশি প্রতিষ্ঠান আইএমজি। তাদের সঙ্গে তিন বছরের জন্য চুক্তি হয়েছে।

Link copied!