টি-টোয়েন্টি বিশ্বকাপের 'বি' গ্রুপের ম্যাচে পরের রাউন্ডের লক্ষ্য মাঠে নেমেছিল স্বাগতিক ওমান ও স্কটল্যান্ড। এ ম্যাচে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন ওমানের অধিনায়ক জিশান মাকসুদ। প্রথমে ব্যাট করে সব উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১২২ রান তুলে ওমান। পরের রাউন্ডের জন্য দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ এ ম্যাচ।
ব্যাট করতে নেমে দলীয় ১ রানেই উইকেট হারায় ওমান। কোনো রান করার আগেই সাজঘরে ফিরেন ওপেনার জতিন্দর সিং। পাওয়ার প্লের মধ্যে আরেকটি উইকেট হারায় তারা।
নির্ধারিত ২০ ওভার শেষে সব উইকেট হারিয়ে ১২২ রান তুলে ওমান। দলের হয়ে সর্বোচ্চ ৩৭ রান করেন আকিব ইলিয়াস। ৩৪ রানের ইনিংস খেলেন অধিনায়ক জিসান মাকসুদ। এছাড়া মোহাম্মদ নাদিমের ব্যাট থেকে আসে ২৫ রান।
স্কটল্যান্ডের হয়ে তিন উইকেট নিয়েছেন জশ ডেভি। সাফইয়ান শরিফ ও মিচেল লিয়েস্ক নিয়েছেন দুইটি করে উইকেট। এছাড়া মার্ক ওয়াটের শিকার একটি উইকেট।