• ঢাকা
  • সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫, ৬ মাঘ ১৪৩০, ২০ রজব ১৪৪৬

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ক্রিকেটারের 


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২৮, ২০২১, ০৪:৫১ পিএম
সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ক্রিকেটারের 

বাসের ধাক্কায় প্রাণ হারিয়েছেন ৩২ বছর বয়সী ক্রিকেটার শহীদুল ইসলাম নীরব। কলাবাগান ক্রীড়া চক্রের প্রথম বিভাগ ক্রিকেটে খেলতেন তিনি। 

শুক্রবার (২৭ আগস্ট) রাতে রাজধানীর ফার্মগেটে বেপরোয়া বাসের ধাক্কায় প্রাণ হারান নীরব। এ সময় তার বন্ধুও মোটরসাইকেলে আরোহণ করছিলেন। রাত সাড়ে ৭টার দিকে শহীদুলের মোটরসাইকেলের পেছনে সজোরে ধাক্কা দেয় একটি বাস। সড়ক থেকে ছিটকে পড়েন নীরব। গুরুতর আহত তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন নীরবকে। তার সঙ্গে থাকা বন্ধু আফজাল হোসেন গুরুতরভাবে আহত হয়েছেন। রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) চিকিৎসা দেওয়া হয় আফজালকে।

নীরবের মৃত্যুতে ক্রিকেট অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। ক্রিকেট কোচ ও লেখক জালাল আহমেদ চৌধুরী লিখেছেন, ‘ছবিগুলোতে কি প্রাণবন্ত হাসছে সজীব ক্রিকেটারটি। হৃদয়বিদারক এসব খবর নিতে কষ্ট হয়।’

খেলা বিভাগের আরো খবর

Link copied!