• ঢাকা
  • শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫, ৩ মাঘ ১৪৩০, ১৮ রজব ১৪৪৬

স্পিন উইকেটের ফায়দা নিতে চান টার্নার 


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১, ২০২১, ০৪:৩০ পিএম
স্পিন উইকেটের ফায়দা নিতে চান টার্নার 

ভারতীয় উপমহাদেশের উইকেটকে বলা হয় স্পিনের স্বর্গরাজ্য। প্রথমবার বাংলাদেশে এলেও এদেশের উইকেট সম্পর্কে কিছুটা ধারণা আছে টার্নারের। বাংলাদেশের উইকেটও স্পিন বোলারদের সাহায্য করবে বলে আশা করছেন অস্ট্রেলিয়ার বোলিং অলরাউন্ডার অ্যাশটন টার্নার। 

অস্ট্রেলিয়া দল বাংলাদেশে এসেছে ওয়েস্ট ইন্ডিজ থেকে। সেখানে অজিরা ওয়ানডে সিরিজ জিতলেও টি-টোয়েন্টি সিরিজ হেরেছে। 

বাংলাদেশে ভালো খেলার ব্যাপারে আশাবাদী টার্নার। আশা করছেন ওয়েস্ট ইন্ডিজের মত উইকেট হবে বাংলাদেশে। এ বিষয়ে সংবাদ সম্মেলনে টার্নার বলেন, 'প্রথমবার বাংলাদেশে এসে আমি রোমাঞ্চিত। আশা করছি এখানের উইকেট ওয়েস্ট ইন্ডিজের উইকেটের মতোই হবে। স্পিনার হিসেবে আমি রোমাঞ্চিত যে এখানের উইকেটে আমি সহায়তা পাবো। অস্ট্রেলিয়ায় এটা সবসময় পাওয়া যায় না।'  

এই সিরিজে বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতেও অবদান রাখতে চান টার্নার, 'ব্যাটসম্যান হিসেবে আমাকে দারুণ কিছু স্পিনারের মুখোমুখি হতে হবে। আমি আশা করছি তারা অনেক ওভার বোলিং করবে।' 

অজি-টাইগার সিরিজের ম্যাচগুলো হবে আগামী ৩, ৪, ৬, ৭ ও ৯ আগস্ট। সব কটি ম্যাচই মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হবে।

Link copied!