• ঢাকা
  • শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫, ৩ মাঘ ১৪৩০, ১৮ রজব ১৪৪৬

সিরিজ জয়ে বড় অঙ্কের পুরস্কার পেল শ্রীলঙ্কা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ৩১, ২০২১, ০৩:৩২ পিএম
সিরিজ জয়ে বড় অঙ্কের পুরস্কার পেল শ্রীলঙ্কা

প্রায় ১৩ বছর পরে ভারতকে ঘরের মাঠে হারিয়ে সিরিজ নিজেদের করে নিয়েছে শ্রীলঙ্কা। সিরিজ জয়ের এ স্বীকৃতি হিসেবে খেলোয়াড়দের ১ মিলিয়ন মার্কিন ডলার পুরস্কারের ঘোষণা দিয়েছে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড। 

ভারতীয় ক্রিকেট বোর্ড একসাথে দুইটি দল পাঠিয়েছিলো দুই এ দেশে। একটা দল টেস্ট খেলার জন্য গিয়েছে ইংল্যান্ডে। যার দায়িত্বে আছেন নিয়মিত অধিনায়ক বিরাট কোহলি। অন্যদিকে অপেক্ষাকৃত দুর্বল দল শ্রীলঙ্কায় পাঠিয়েছিলো ভারত। তবুও তারা ওয়ানডে সিরিজ ২-১ এ নিজেদের করে নেয়। কিন্তু টি-টোয়েন্টি সিরিজে হেরে যায় শিখর ধাওয়ানের দল। 

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ও দ্বিতীয় ম্যাচ সহজেই জিতে নেয় ভারত। কিন্তু তৃতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়ে হোয়াইট ওয়াশের লজ্জা এড়িয়ে যায় লঙ্কানরা। সিরিজটি ভারত জিতে ২-১ ব্যবধানে। 

অন্যদিকে টি-টোয়েন্টিতে সিরিজের প্রথম ম্যাচ ৩৮ রানে জিতে নেয় ভারত। দ্বিতীয় ম্যাচের আগে সফরকারী দলে করোনা আক্রান্ত হন অলরাউন্ডার ক্রুনাল পান্ডিয়া। ফলে শেষের দুই ম্যাচে একাদশ নিয়ে হিমশিম খায় রাহুল দ্রাবিড়ের দল। 

নড়বড়ে এ দল নিয়ে আর কোন ম্যাচ জিততে পারেননি ভারত। দ্বিতীয় ম্যাচে দুই বল হাতে রেখে ৪ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে লঙ্কানরা। ফলে সিরিজে হয় ১-১ সমতা।

সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ম্যাচে টসে জিতে ব্যাট করতে নেমে বেশিদূর এগুতে পারেনি ভারত। ৮ উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ দাঁড়ায় ৮১। জবাবে ব্যাট করতে নেমে ৩৩ বল হাতে রেখে ৭ উইকেটের সহজ জয় পায় লঙ্কানরা। এর ফলে ২-১ এ সিরিজ জিতে ট্রফি নিজেদের ঘরেই রেখে দেয় শ্রীলঙ্কা।  

বহু কাঙ্ক্ষিত এ সিরিজ জয়ের পুরস্কার হিসেবে দলকে ১ মিলিয়ন মার্কিন ডলার পুরস্কারের ঘোষণা দেয় শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড।
 

Link copied!