• ঢাকা
  • বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫, ২৯ মাঘ ১৪৩০, ১৩ শা'বান ১৪৪৬

শিরোপার ছবি দিয়েও মেসির রেকর্ড


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৮, ২০২১, ০৩:৪৬ পিএম
শিরোপার ছবি দিয়েও মেসির রেকর্ড

রেকর্ড আর মেসি যেন প্রতিশব্দ। সর্বকালের সেরা ফুটবলারদের একজন লিওনেল মেসি খেলতে নামলেই রেকর্ডের বইয়ে নতুন পাতা যোগ করতে হয়। আন্তর্জাতিক ক্যারিয়ারে জিতেছেন একটা শিরোপা! এ শিরোপার ছবি দিয়েই রেকর্ড করেছেন মেসি।    

সুদীর্ঘ ২৮ বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে স্বাগতিক ব্রাজিলকে তাদেরই মাঠে হারিয়ে কোপা আমেরিকা জয়ের শিরোপা উল্লাস করেছে মেসিবাহিনী। এ শিরোপা জয়ের মাধ্যমে মেসির বহু প্রতীক্ষিত আন্তর্জাতিক শিরোপার অবসান হয়েছে। 

শিরোপা হাতে মেসির ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে রেকর্ড গড়েছে। এ ছবিই এখন ইনস্টাগ্রামে সর্বোচ্চ লাইক পাওয়া স্পোর্টস পিক বা খেলার জগতের ছবি। মজার ব্যাপার, এখানে মেসি পেছনে ফেলেছেন ক্রিস্তিয়ানোর রোনালদোকে। মেসির পোস্ট করা ছবিতে এরই মধ্যে ২ কোটির বেশি লাইক পড়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সব মিলে এটি ষষ্ঠ সর্বোচ্চ লাইক পাওয়া ছবি।

গত ২৫ নভেম্বর ডিগেয়ো ম্যারাডোনার মৃত্যুতে ক্রিস্টিয়ানো রোনালদো যে ছবি পোস্ট করেছিলেন, এতদিন সেটি ছিল সর্বোচ্চ লাইক পাওয়া স্পোর্টস পিক। 


 

Link copied!