টানা তিন ম্যাচ হেরে বিশ্বকাপ থেকে ছিটকে গেছে বাংলাদেশ। তবে সোমবার শ্রীলঙ্কার বিপক্ষে ইংল্যান্ডের জয়ে টাইগারদের সেমির স্বপ্ন কিছুটা জেগে উঠেছে। যদিও সেটা একেবারে কাগজে-কলমে অনেক ‘যদি’, ‘কিন্তু’র সমীকরণ পেরিয়ে।
এই মুহূর্তে বাংলাদেশ গ্রুপ-১-এর পয়েন্ট টেবিলের তলানিতে পড়ে আছে। শীর্ষে আছে এরই মধ্যে সেমিফাইনাল নিশ্চিত করা ইংল্যান্ড। তাদের পয়েন্ট ৮। অন্যদিকে সেমিফাইনালে যাওয়ার অন্য দুই দাবিদার দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া আছে যথাক্রমে দুই ও তিনে। দুই দলেরই সমান ৪ পয়েন্ট। তবে রানরেটে এগিয়ে প্রোটিয়ারা। শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজ জিতেছে একটি করে ম্যাচ। রানরেটে এগিয়ে শ্রীলঙ্কা আছে চারে, ক্যারিবীয়রা আছে পাঁচে। এক ম্যাচ জয় না পাওয়া বাংলাদেশ পড়ে আছে ছয়ে।
আজকের ম্যাচসহ বাংলাদেশের হাতে আছে ২টি ম্যাচ। আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে, বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার বিপক্ষে। সেমির লড়াইতে থাকতে হলে এই দুই ম্যাচে বাংলাদেশকে বড় ব্যবধানে জিততে হবে, যাতে রানরেটটা বাড়িয়ে নেওয়া যায়। তখন বাংলাদেশের পয়েন্ট হবে ৪। সেই সঙ্গে মাহমুদউল্লাহদের প্রত্যাশা করতে হবে যেন গ্রুপের অন্য কোনো দল ৬ পয়েন্ট না পায়।
এই গ্রুপে অস্ট্রেলিয়ার আরও একটি ম্যাচ আছে। সেটি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। এই ম্যাচে যদি অস্ট্রেলিয়া হারে তবে বাংলাদেশের সম্ভাবনা আছে সেমিতে যাওয়ার।
বৃহস্পতিবার মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কা। এই ম্যাচে শ্রীলঙ্কার জয় চাইতে হবে বাংলাদেশকে। অবশ্য সেই জয়টা হতে হবে স্বল্প ব্যবধানে। বাংলাদেশকে তাকিয়ে থাকতে হবে ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা ম্যাচের দিকেও। এই ম্যাচে ইংলিশদের জয় বাংলাদেশকে সুবিধা দেবে। আর ইংলিশরা যদি বড় ব্যবধানে জেতে, তাহলে তো কোনো কথাই নেই।
এত এত সমীকরণের ফাঁদ এড়িয়ে বাংলাদেশ কি পারবে সেমিফাইনালে জায়গা করে নিতে? এর উত্তর হয়তো জানা যাবে আজই। কারণ, সব সমীকরণই ব্যর্থ হয়ে যাবে যদি বাংলাদেশ আজ দক্ষিণ আফ্রিকার কাছে হেরে যায়।
গ্রুপ-১-এর পয়েন্ট টেবিল
দল | ম্যাচ | পয়েন্ট | রানরেট |
ইংল্যান্ড | ৪ | ৮ | ৩.১৮৩ |
দক্ষিণ আফ্রিকা | ৩ | ৪ | ০.২১০ |
অস্ট্রেলিয়া | ৩ | ৪ | -০.৬২৭ |
শ্রীলঙ্কা | ৪ | ২ | -০.৫৯০ |
ওয়েস্ট ইন্ডিজ | ৩ | ২ | -১.৫৯৮ |
বাংলাদেশ | ৩ | ০ | -১.০৬৯ |