• ঢাকা
  • বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫, ৬ চৈত্র ১৪৩০, ১৯ রমজান ১৪৪৬
টি-টুয়েন্টি বিশ্বকাপ

ম্যাচ টাই হলে কে বিজয়ী হবে এবার?


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১০, ২০২১, ০৮:৫১ পিএম
ম্যাচ টাই হলে কে বিজয়ী হবে এবার?

২০১৯ সালের ওয়ান ডে বিশ্বকাপের ফাইনালে শেষ মুহূর্তের নাটকীয়তায় নিউজিল্যান্ডকে হারিয়ে প্রথম শিরোপা ঘরে তোলে ইংল্যান্ড। তবে ৫০ ওভারের ম্যাচ টাই হওয়ার পর সুপার ওভারে কিউইদের এমন দুর্ভাগ্য অনেকেই হৃদয়ে দাগ কাটে। 

সেবছর ফলাফল নির্ধারণী সুপার ওভারেও টাই হয়েছিল ম্যাচ। শেষ পর্যন্ত বাউন্ডারির হিসেবে ম্যাচ জিতে যায় ইংল্যান্ড। তবে বিশ্বকাপের মত আসরের ফাইনালে বাউন্ডারি গুণে চ্যাম্পিয়ন নির্ধারণ করে বিতর্কে জড়ায় নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। 

এবার টি টুয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালের প্রথম ম্যাচেই মুখোমুখি দুই প্রতিদ্বন্দ্বী নিউজিল্যান্ড-ইংল্যান্ড। তাই দর্শকরাও চিন্তায় আছেন, আবারও দুই দল টাই করলে কীভাবে ভাগ্য নির্ধারণ হবে তাদের?

স্বাভাবিকভাবেই সেমিফাইনালে ম্যাচ টাই হলে সুপার ওভারেই ফলাফল নির্ধারিত হবে। তবে গতবারের বিতর্কের পর নিয়ম বদলেছে আইসিসি। এবার সুপার ওভারে টাই হলে বাউন্ডারির হিসেব করতে হবে না। যতক্ষণ না ফলাফল নির্ধারিত হবে, ততক্ষণ সুপার ওভার খেলবে দুই দল।

তবে সর্বোচ্চ কতটি সুপার ওভার খেলা হবে সেটি নির্ধারণ করবেন ম্যাচ রেফারি। আর নির্ধারিত সংখ্যক ওভারেও মীমাংসা না হলে ম্যাচ গড়াবে রিজার্ভ ডে-তে।রিজার্ভ ডে-তে বৃষ্টি বা কোন কারণে খেলা বন্ধ হয়ে গেলে যে দল আগে সেমিফাইনালের টিকেট পেয়েছেন তারাই পাবে ফাইনালের টিকিট।

সেক্ষেত্রে এবারের সেমিফাইনালে সুপার ওভারে ফল নির্ধারিত না হলে ফাইনালে উঠবে ইংল্যান্ড ও পাকিস্তান।

Link copied!