মাহমুদউল্লাহ ‘১০০’র মাইলফলকে সিরিজ জয়ের হাতছানি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ৫, ২০২১, ১২:২১ পিএম
মাহমুদউল্লাহ ‘১০০’র মাইলফলকে সিরিজ জয়ের হাতছানি

মঞ্চ প্রস্তুত। প্রথম দুটি টি-টোয়েন্টি জিতে ২-০ ব্যবধানে এগিয়ে বাংলাদেশ। আজকের ম্যাচ জিতলেই সিরিজ নিজেদের হয়ে যাবে। আবার এই ম্যাচটিই টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহর শততম টি-টোয়েন্টি ম্যাচ। প্রথম বাংলাদেশি হিসেবে আজ এই সংস্করণে ‘১০০’ কীর্তি গড়বেন তিনি। অধিনায়কের এই মাইলফলকের ম্যাচটি কি সিরিজ জয় দিয়ে উদযাপন করতে পারবেন সতীর্থরা?

মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম বাংলাদেশের ‘হোম অব ক্রিকেট’। টাইগারদের উত্থান-পতন ও বহু কীর্তির সাক্ষী এই স্টেডিয়াম। এখানেই আজ টস করতে নেমেই কীর্তি গড়বেন মাহমুদউল্লাহ। প্রথম বাংলাদেশি হিসেবে টি-টোয়েন্টিতে শততম ম্যাচের মাইলফলক স্পর্শ করবেন তিনি। সেই সঙ্গে ইতিহাসের অষ্টম খেলোয়াড় হিসেবে ‘১০০ ক্লাবে’ নাম লেখাবেন মাহমুদউল্লাহ। 

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে মাহমুদউল্লাহ শুরুটা বিবর্ণ হলেও সময় গড়ানোর সঙ্গে সঙ্গে তিনিই দলের অপরিহার্য হয়ে ওঠেন। টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে টানা সর্বোচ্চ ৫৪ ম্যাচ খেলেছেন মাহমুদউল্লাহ। এই সংস্করণে সবচেয়ে বেশি (৩৭) ক্যাচ ধরার রেকর্ড তার। পাশাপাশি অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি জয়ও তার দখলে। মাহমুদউল্লাহর অধীনে ২৪ ম্যাচে ১২ জয় বাংলাদেশের।

এমন কীর্তিমানের মাইলফলকের দিনে সিরিজ জয় আশা করতেই পারে বাংলাদেশ। তার ওপর ঘরের মাঠে প্রায় অপ্রতিরোধ্য হয়ে ওঠা টাইগাররা তরুণ নিউজিল্যান্ডকে প্রথম দুই ম্যাচে হারিয়েছে অনায়াসে। সেই ধারাবাহিকতা যদিও আজও ধরে রাখতে পারে দল, তবে সিরিজ জয়ের হাসি নিয়েই মাঠ ছাড়তে পারবেন মাহমুদউল্লাহ। 

টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন যারা

১। মাহমুদউল্লাহ— ৯৯ ম্যাচ
২। মুশফিকুর রহিম— ৮৮ ম্যাচ
৩। সাকিব আল হাসান— ৮৬ ম্যাচ
৪। তামিম ইকবাল—৭৮ ম্যাচ (৪ ম্যাচ খেলেছেন বিশ্ব একাদশের হয়ে)
৫। সৌম্য সরকার— ৬১ ম্যাচ

Link copied!