বার্সোলোনার ইতিহাসের সেরা খেলোয়াড়কে নতুন চুক্তিতে এখনো স্বাক্ষর করাতে পারেনি। মেসিকে নিয়ে উদ্বেগ থাকলেও ক্লাব প্রেসিডেন্ট লাপোর্তার উপর আস্থা রাখছেন বার্সা কোচ রোনাল্ড কোমান।
৩০ জুন ফ্রি এজেন্ট হয়ে গেছেন মেসি। চুক্তি নিয়ে দুই পক্ষের মধ্য ফলপ্রসু আলোচনা হলেও এখনো কোনো পক্ষই চূড়ান্ত জানায়নি।
এদিকে ক্লাব প্রেসিডেন্টের আশা যে করেই হোক মেসিকে ক্লাবে রাখবেন তিনি। এ ব্যাপারে মেসির বাবা ও এজেন্ট হোর্হে মেসির সঙ্গে সব সময় যোগাযোগ রাখছেন।
বার্সা কোচের কণ্ঠেও উঠে এসেছে মেসিকে রাখার ব্যাপারে আস্থা।
গলফ ইভেন্টে সাংবাদিকদের বার্সা কোচ রোনাল্ড কোমান বলেন, “বিশ্বের সেরা খেলোয়াড় মেসির সঙ্গে নতুন চুক্তি বার্সেলোনা এবং লা লিগা উভয়ের জন্যই গুরুত্বপূর্ণ। তাকে এখানে রাখার জন্য আমাদের সর্বোচ্চ চেষ্টা করতে হবে। এমন একটি বিষয়ের যখন সুরাহা হয় না, তখন সেটা চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। তবে প্রেসিডেন্টের ওপর আমার পূর্ণ আস্থা আছে তিনি একটি সমাধান বের করবেন।”
মেসির থাকার বিষয়ে বার্সা কোচ আরও বলেন, “মেসি সবসময় দেখিয়েছে যে, তিনি বার্সাতেই থাকতে চান, আর আমি জানি ক্লাব এটা নিয়ে তার বাবা ও আইনজীবীদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন।”
“লিও এখন কোপা আমেরিকায় খেলছে এবং সঙ্গত কারণেই তার মনোযোগ অন্য দিকে, যেমন ফাইনাল (রোববার ব্রাজিলের বিপক্ষে)।”
রোনাল্ড কোমান, “আমি জানি, মেসি চুক্তি নবায়ন করতে চান, আর তাকে চুক্তি নবায়ন করতে হবেই, কারণ সে অন্য ক্লাবের জার্সি গায়ে ক্যারিয়ার শেষ করতে পারে না।”
গত মৌসুমে ক্লাবের হয়ে অসাধারণ খেলেছেন মেসি। লিগে ৩০ গোলের পাশাপাশি ৯ এ্যাসিস্ট রয়েছে তার।