• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১, ২০ মুহররম ১৪৪৫

টেস্টের তৃতীয় দিনে ব্যাট করছে জিম্বাবুয়ে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৫, ২০২১, ০৫:৪৮ পিএম
টেস্টের তৃতীয় দিনে ব্যাট করছে জিম্বাবুয়ে

হারারেতে বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার একমাত্র টেস্টের তৃতীয় দিনে ব্যাট করছে জিম্বাবুয়ে। বাংলাদেশের করা ৪৬৮ রানের জবাবটা ভালোভাবেই দিচ্ছে স্বাগতিকরা।

অধিনায়ক ব্রেন্ডন টেইলর ও কাইটানোর মধ্যকার জুটি দলকে বড় সংগ্রহের দিকে নিয়ে যাচ্ছে। এরই মধ্য টেইলরের ব্যাট থেকে এসেছে পঞ্চাশোর্ধ রান (৬৫*) ও কাইটানোর ব্যাট করছেন (৫০*) রানে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৫২ ওভার শেষে জিম্বাবুয়ের সংগ্রহ ১ উইকেটে ১৫৭ রান। 

বোলিংয়ে বাংলাদেশের হয়ে একমাত্র উইকেট শিকারি সাকিব আল হাসান। ম্যাচের দ্বিতীয় দিনে মিল্টন শুমভা (৪১) সাকিবের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়ে সাজঘরে ফেরেন। 

এর আগে মাহমুউল্লাহ রিয়াদের অপরাজিত ১৫০*, তাসকিন আহমেদের ৭৫, অধিনায়ক মুমিনুল হকের ৭০ ও লিটন দাসের ৯৫ রানে ভর করে বাংলাদেশ সংগ্রহ করে ১০ উইকেটে ৪৬৮ রান। জিম্বাবুয়ের হয়ে মুজারাবানির নেন ৪ উইকেট। এছাড়া তিরিপানো ও নায়ুসির শিকার২ টি করে উইকেট।

Link copied!