টি-টোয়েন্টি বিশ্বকাপে আজই বাংলাদেশের শেষ ম্যাচ। অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ। প্রত্যাশা যতই ভালো খেলা ততই যেন তলানিতে ডুবছে মাহমুদউল্লাহরা। অজিদের বিপক্ষে বাংলাদেশের ইনিংস থামে ১৫ ওভারে। স্কোরবোর্ডে জমা হয় মাত্র ৭৩ রান। এই ইনিংসের মাধ্যমে টি-টোয়েন্টিতে বাংলাদেশ দ্বিতীয় সর্বনিম্ন স্কোরের লজ্জাজনক রেকর্ড করল।
এ বছরেই নিজেদের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতেছিল বাংলাদেশ। নিউজিল্যান্ডের বিপক্ষেও সিরিজ জয়। সবকিছুই এখন যেন সুদূর অতীত।
বিশ্বকাপের আসরে পৌঁছেই বদলে গেল বাংলাদেশ। দিন দিন অবস্থা যেন আরও খারাপের দিকে যাচ্ছে। মূল পর্বে কোনো জয়ের দেখা তো নেই ই বরং স্কোরবোর্ড জানান দিচ্ছে লজ্জাজনক ইনিংসের।
এর আগে ২০১৬ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টিতে বাংলাদেশের সর্বনিম্ন স্কোর ছিল ৭০। আজ বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় সর্বনিম্ন স্কোর। নিউজিল্যান্ডের বিপক্ষে ২০২১ সালেই বাংলাদেশের তৃতীয় সর্বনিম্ন স্কোর ছিল ৭৬।