প্রাক-মৌসুমে নিজেদের ঝালিয়ে নিতে মাঠে নামছে স্প্যানিশ ক্লাব বার্সোলোনা ও ইতালিয়ান ক্লাব জুভেন্টাস। বার্সোলোনা-জুভেন্টাস এ দুই ক্লাবেই খেলেন সময়ের সেরা দুই ফুটবলার মেসি ও রোনালদো। এ দুই দলের লড়াই মানেই মেসি-রোনালদোর দ্বৈরত। এবার জোয়ান গাম্পের ট্রফি জেতার লক্ষ্য আগামী ৮ অগাস্ট মাঠে নামবে দুই দল।
ইতিমধ্য বার্সোলোনা তাদের ওয়েবসাইটে জানিয়েছে, ‘আগামী ৮ অগাস্ট বার্সোলোনা পুরুষ ও মহিলা দলের ম্যাচটি মাঠে গড়াবে। ন্যু-ক্যাম্পেই হবে ম্যাচ দুইটি। মেয়েদের ম্যাচ শেষ হওয়ার দেড় ঘণ্টা পরে মাঠে নামবে ছেলেরা।’
মেসি-রোনালদোর দ্বৈরতের এ ম্যাচে রোনালদোর থাকাটা নিশ্চিত হলেও মেসিকে নিয়ে রয়েছে অনিশ্চয়তা। গত ৩০ জুন বার্সার সঙ্গে চুক্তি শেষ হয়ে যাওয়ার পর নতুন চুক্তিতে এখনো স্বাক্ষর করেননি মেসি। তবে বিভিন্ন সংবাদ মাধ্যমের খবর, কাতালান ক্লাবটির সঙ্গে পাঁচ বছরের নতুন চুক্তি করতে রাজি হয়েছেন আর্জেন্টাইন তারকা। কিছু জটিলতা থাকলেও বার্সেলোনা কর্তৃপক্ষ নির্ধারিত সময়ের মধ্যে চুক্তির কাজ শেষ হবে বলে আশাবাদী।
গত মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে দেখা হয়েছিল দল দুইটির। জুভেন্টাসের মাঠে ২-০ তে জিতলেও ন্যু ক্যাম্পে ৩-০ গোলে হেরে যায় বার্সোলোনা।
দুই ক্লাবের সব পরিকল্পনা ঠিকভাবে এগোলে গাম্পের ট্রফির ৫৬তম আসরে দেখা যাবে মেসি-রোনালদোর।