আবারও র‌্যাঙ্কিংয়ের চূড়ায় সাকিব


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ২৭, ২০২১, ০৩:৩২ পিএম
আবারও র‌্যাঙ্কিংয়ের চূড়ায় সাকিব

টি-টোয়েন্টি সংস্করণে প্রথমবারের মতো ইংল্যান্ডের বিপক্ষে খেলতে নামছে বাংলাদেশ। বিশ্ব আসরের এই ম্যাচে নামার আগে দারুণ এক সুখবর পেল বাংলাদেশ শিবির। আইসিসির সর্বশেষ র‌্যাঙ্কিংয়ে টি-টোয়েন্টি সংস্করণের শীর্ষ অল রাউন্ডার হিসেবে জায়গা করে নিয়েছেন সাকিব আল হাসান।

বিশ্বকাপের বাছাই পর্বে দুই জয় নিয়ে মূল পর্বে ওঠে বাংলাদেশ। এই পর্বে এখনো জয়ের দেখা না পেলেও সাকিব আল হাসান টুর্নামেন্টে দুর্দান্ত খেলছেন। ব্যাটে-বলে দারুণ পারফরম্যান্স করে যাচ্ছে এ অল রাউন্ডার। ৪ ম্যাচে নিয়েছেন ১১ উইকেট। ব্যাট হাতে করেছেন ৪০৪ রান। 

এমন পারফরম্যান্সে রেটিং পয়েন্ট বেড়ে গেছে সাকিবের। তাতে মোহাম্মদ নবীকে দুইয়ে নামিয়ে টি-টোয়েন্টি সংস্করণের অল রাউন্ডার র‌্যাঙ্কিংয়ের ১ নম্বরে উঠে এসেছেন ৩৪ বছর বয়সী এই অল রাউন্ডার। সাকিবের রেটিং পয়েন্ট এখন ২৯৫। ২৭৫ রেটিং পয়েন্ট নিয়ে দুই আছেন আফগান অধিনায়ক মোহাম্মদ নবী। ১৬১ পয়েন্ট নিয়ে তিনে আছেন নামিবিয়ার জেজে স্মিথ। অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল আছেন চারে। শীর্ষ পাঁচের অন্য অল রাউন্ডার ওমানের জিসান মাসুদ। 

Link copied!