• ঢাকা
  • বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫, ৫ চৈত্র ১৪৩০, ১৯ রমজান ১৪৪৬

আজ বাটলারের সঙ্গী হবেন কে? 


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১০, ২০২১, ০৪:৫০ পিএম
আজ বাটলারের সঙ্গী হবেন কে? 

টি-টোয়েন্টি বিশ্বকাপে ফাইনাল খেলার স্বপ্ন পূরণের লক্ষ্য আজ মাঠে নামছে দুই ক্রিকেট পরাশক্তি ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। একদিকে কিউইদের জন্য প্রথমবার ফাইনালে খেলার হাতছানি আর অন্যদিকে তৃতীয়বারের মতো ফাইনালে ওঠার স্বপ্নে বিভোর ইংলিশরা। এদিকে গত ফাইনালে হারের তিক্ততা থেকে বের হয়ে বিশ্বমঞ্চে নিজেদের আরও প্রতিষ্ঠিত করার লক্ষ্যে মুখিয়ে আছে ইংলিশরা। কিন্তু তাদের জন্য দুঃসংবাদ যে  ইনিজুরির কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন ওপেনার জেসন রয়। তাহলে তার পরিবর্তে দলে ওপেনিংয়ে হাল ধরবেন কে? 

চলতি বিশ্বকাপে ইংল্যান্ডের দুরন্ত পথচলায় গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল জেসন রয়ের। কিন্তু গ্রুপ পর্বের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কাফ ইনজুরিতে পড়েছেন তিনি। ফলে বিশ্বকাপ থেকেই ছিটকে গেছেন তিনি। ফলে তার পরিবর্তে কে ওপেন করবেন, তা নিয়ে এখনো কিছুই জানায়নি ইংলিশ ক্রিকেট বোর্ড। এমনকি অধিনায়ক মরগানও এই বিষয়ে মুখ খুলতে রাজি হননি। 

আসলে ওপেনিং জুটি নিয়ে প্রতিপক্ষের সঙ্গে ‘মাইন্ড গেম’ খেলছেন ইংলিশরা। তাই ম্যাচের আগে কাউকে জানাতে চান না বিষয়টাল। বাটলারের সঙ্গী প্রসঙ্গে মরগান বলেন, ‘দলের মধ্যে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি। তবে দুর্ভাগ্যের বিষয়, সেটা এখনই জানাতে চাই না।’

তবে বাটলারের সঙ্গী হিসেবে থ্রি লায়ন্সদের দলে অনেক বিকল্প আছে তা জানান অধিনায়ক মরগান। মরগানের মতে, ‘আমাদের দলে অনেকেই রয়েছে, যারা টপ অর্ডারে ব্যাট করতে পারে এবং টপ অর্ডারে ব্যাট করতে চায়। সুতরাং বেশ কয়েকটি বিকল্প রয়েছে আমাদের হাতে।’

মরগান কিছু না জানালেও সেমিফাইনালে বাটলারের সঙ্গে ইনিংসের গোড়াপত্তন করতে পারেন জনি বেয়ারস্টো।

Link copied!