• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১, ২০ মুহররম ১৪৪৫

অলিম্পিকের মিশ্র ইভেন্ট থেকে বাদ পড়েলেন রোমান-দিয়া 


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ২৪, ২০২১, ০৩:৫৯ পিএম
অলিম্পিকের মিশ্র ইভেন্ট থেকে বাদ পড়েলেন রোমান-দিয়া 

টোকিও অলিম্পিকে বাংলাদেশের সবার নজর ছিল দেশের দুই আর্চার রোমান সানা ও দিয়া সিদ্দিকীর উপর। সবাইকে হতাশ করে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে হেরে গেল রোমান-দিয়া জুটি।

শনিবার (২৪ জুলাই) দক্ষিণ কোরিয়ার কাছে ৬-০ সেট পয়েন্টে হেরে মিক্সড ইভেন্ট থেকে বিদায় নিয়েছেন রোমান-দিয়া। তিন সেটের সবগুলোতেই হেরেছে বাংলাদেশ। 

প্রথম সেটে বাংলাদেশের স্কোর ৩০ কোরিয়ার স্কোর ছিল ৩৮। দ্বিতীয় সেটে বাংলাদেশের স্কোর ৩৩ কোরিয়ার স্কোর ৩৫। তৃতীয় সেটে প্রায় সমানতালেই লড়াই করেছে রোমান-দিয়ারা। দক্ষিণ কোরিয়ার ৩৯ এর বিপরীতে বাংলাদেশ করেছিল ৩৮। পরপর তিন সেট হারার পরই বিদায় নিশ্চিত হয়েছিল বাংলাদেশের। 

মিক্সড ইভেন্ট থেকে বিদায় নিলেও একক ইভেন্টে ভালো করার সুযোগ রয়েছে টাইগারদের। আগামী মঙ্গলবার (২৭ জুলাই) পুরুষ এবং নারী এককে লড়বেন রোমান সানা এবং দিয়া। 

এদিকে বাংলাদেশকে হারানো দক্ষিণ কোরিয়ার কোয়ার্টার ফাইনালে প্রতিপক্ষ ভারত। 
 

Link copied!