কিছদিন আগে ব্ল্যাক লাইভ ম্যাটার্সে সংহতি জানিয়ে ম্যাচের আগে মাঠে হাঁটু গেড়ে বসতে অস্বীকৃতি জানিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার কুইন্টন ডি কক। এ জন্য ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচের কয়েক ঘণ্টা আগে নিজেকে সরিয়েও নেন তিনি। কিন্তু এরপর নিজের ভুল বুঝতে পেরে ক্ষমা চেয়েছিলেন তিনি। আর ব্ল্যাক লাইভ ম্যাটার্সে সংহতি জানিয়ে হাঁটু গেড়ে বসার কথা জানিয়েছিলেন ডি কক। আজ শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে তা করে দেখালেন দক্ষিণ আফ্রিকার এ ব্যাটার।
এর আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিজেকে সরিয়ে নেওয়ার পর ডি ককের সঙ্গে আলোচনায় বসে দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ড। সেই আলোচনার বৈঠকে ডি কক বলেছিলেন, “যদি আমার হাঁটু গেড়ে বসাটা অন্যদের উদ্বুদ্ধ করে এবং অন্যের জীবনে এর ইতিবাচক প্রভাব পড়ে, আমি আনন্দের সঙ্গে তা করব।”
একই সঙ্গে নিজের সতীর্থ ও অধিনায়ক টেম্বা বাভুমার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এই উইকেটকিপার-ব্যাটার বলেছিলেন, “আমি জানি আমি খুব ভালোভাবে কথা বলতে পারি না। কিন্তু আমার দ্বারা যা হয়েছে, তার জন্য আমি সত্যিকার অর্থেই দুঃখিত। আমি আমার সতীর্থদের ধন্যবাদ জানাই, বিশেষ করে আমার অধিনায়ক টেম্বা বাভুমাকে। মানুষ হয়তো জানে না, কিন্তু সে অসাধারণ অধিনায়ক। যদি সে এবং দল এবং দক্ষিণ আফ্রিকা আমাকে আবার দলে নেয়, তাহলে দেশের হয়ে খেলতে পারাটা আমার জন্য খুবই আনন্দের হবে।"
টি-টোয়েন্টি বিশ্বকাপের ২৫তম ম্যাচে মুখোমুখি হয়েছে দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা। এই ম্যাচে টস জিতে শ্রীলঙ্কাকে প্রথমে ব্যাট করার জন্য আমন্ত্রণ জানান দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। প্রথমে ব্যাট করে সব উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১৪২ রান করেছে লঙ্কানরা।