১৪৩ রানের লক্ষ্য পেল দক্ষিণ আফ্রিকা 


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ৩০, ২০২১, ০৫:৪০ পিএম
১৪৩ রানের লক্ষ্য পেল দক্ষিণ আফ্রিকা 

টি-টোয়েন্টি বিশ্বকাপের ২৫তম ম্যাচে মুখোমুখি হয়েছে দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা। এই ম্যাচে টস জিতে শ্রীলঙ্কাকে প্রথমে ব্যাট করার জন্য আমন্ত্রণ জানান দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। প্রথমে ব্যাট করে সব উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১৪২ রান করেছে লঙ্কানরা। 

পাথুম নিশাঙ্কা ও কুশল পেরেরা জুটিতে মাঠে নামে শ্রীলঙ্কা। শুরুটা তেমন ভালো হয়নি লঙ্কানদের। চতুর্থ ওভারের শেষ বলে নরকিয়ের বলে বোল্ড হয়ে ফিরেন কুশল পেরেরা। তার ব্যাট থেকে আসে ৭ রান। 

বাংলাদেশের বিপক্ষে জয়ের নায়ক আসালাঙ্কা রান আউটের ফাঁদে পড়েন। একটি ছয় ও দুইটি চারে ১৪ বলে ২১ রান করেন তিনি। রাজাপাকশে ফিরেন কোনো রান না করেই। রাজাপাকশে, আভিষ্কা ফার্নান্দো ও হাসারাঙ্গা ডি সিলভা তিন জনকেই সাজঘরে পাঠান তাব্রাইজ শামসি। 

৯১ রানে ৫ উইকেট হারানোর পর শানাকাকে নিয়ে এগুতে থাকেন নিশাঙ্কা। প্রিটরিয়াসের বলে রাবাদার হাতে ক্যাচ দিয়ে ১১ রান করে আউট হন অধিনায়ক শানাকা।  

এরপর যোগ্য সঙ্গী না পেলেও দ্রুত রান তুলতে থাকেন ওপেনার নিশাঙ্কা। দলীয় সর্বোচ্চ ৭২ রান করেন তিনি। তিনটি ছয় ও ছয়টি চারের মাধ্যমে ৫৮ বলে এ রান করেন তিনি। 

নির্ধারিত ২০ ওভার শেষে সব উইকেট হারিয়ে ১৪২ রান করে শ্রীলঙ্কা। জয়ের জন্য মিলারদের প্রয়োজন ১৪৩ রান।  

দক্ষিণ আফ্রিকার হয়ে তিনটি করে উইকেট নিয়েছেন তাব্রাইজ শামসি ও ডোয়াইন প্রিটরিয়াস। এছাড়া একটি উইকেট নিয়েছেন এনরিচ নরকিয়ে। 

Link copied!