• ঢাকা
  • বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১, ৭ শাওয়াল ১৪৪৫

ইউরোপজুড়ে গ্রীষ্মের দাবদাহ


ফাহিমা আল ফারাবী
প্রকাশিত: জুলাই ২০, ২০২২, ০৪:৫৭ পিএম
ইউরোপজুড়ে গ্রীষ্মের দাবদাহ

নেদারল্যান্ডসে আজকের তাপমাত্রা ৩৮ ডিগ্রি! ইউরোপজুড়ে গ্রীষ্মের দাবদাহ এবার আগের সব রেকর্ড ভেঙে দিয়েছে, কিছু দেশে দাবানলও লেগে গেছে। পশ্চিম এবার নড়েচড়ে উঠছে, জলবায়ু পরিবর্তন নাকি এত দিনে দোরগোড়ায় হাজির হলো তাদের! 

প্রেসিডেন্ট বাইডেন নাকি শিগগিরই ‍‍‘ক্লাইমেট ইমার্জেন্সি‍‍’ ঘোষণা দেবেন তার দেশে। গত ২০ বছর ধরে ‍‍‘জলবায়ু পরিবর্তন একটি মিথ‍‍’ গোছের কথাবার্তা চালিয়ে এখন পশ্চিমের নেতাদের এই ভাবোধয় হচ্ছে। 

এদিকে দেশগুলো তাদের বিপুল জ্বালানি চাহিদা সামলাতে গিয়ে এখন রাশিয়ার কাছে নাজেহাল, কোনোভাবেই গ্যাসের অভাব আর ঘোচানো যাচ্ছে না! রাশিয়ার আজকের গ্যাস বন্ধ করে দেওয়ার ঘোষণায় যে ঘাম ছুটে যাচ্ছে ইউরোপের নেতাদের তা যে বহু আগেই ঠেকানো যেত চাইলে, সে কথা তাদের এই ‍‍‘রেকর্ড ব্রেকিং‍‍’ তাপমাত্রায় মাথায় ঘুরপাক খায় কি না কে জানে!

Link copied!