• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

নতুন আইফোনসহ অ্যাপলের ৭ গ্যাজেট


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ১৪, ২০২২, ০৩:০৬ পিএম
নতুন আইফোনসহ অ্যাপলের ৭ গ্যাজেট

গ্রাহকদের সর্বাধুনিক প্রযুক্তি ও সর্বোচ্চ সেবা দিতে প্রতি বছরই নতুন নতুন গ্যাজেট নিয়ে হাজির হয় বিশ্বসেরা প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল। এবছরও তার ব্যতিক্রম হয়নি। সম্প্রতি অনলাইন অনুষ্ঠানে ‘পিক পারফরমেন্সে’ নতুন সাতটি পণ্য বাজারে আনার ঘোষণা দিয়েছে এই টেক জায়ান্ট।

অ্যাপলের নতুন পণ্যগুলোর মধ্যে ‘আইফোন এস ই’ এর নতুন সংস্করণ ছাড়াও রয়েছে রয়েছে নতুন ডেস্কটপ ম্যাক স্টুডিও, স্টুডিও ডিসপ্লে, আইপ্যাড ও নতুন ম্যাক পিসি। এছাড়াও অত্যাধুনিক প্রযুক্তির নতুন সিলিকন চিপ এম১ আলট্রা ও অপারেটিং সিস্টেমের নতুন আপডেট আইওএস ফিফটিন তো আছেই।

নতুন আইফোন এসইতে রয়েছে ৪ দশমিক ৭ ইঞ্চির রেটীনা আইপিএস এলসিডি ডিসপ্লে। এছাড়াও এ ফিফটিন বায়োনিক চিপ, হেক্সা কোর সিপিইউ, কোয়াড কোরের জিপিইউ।

এর পেছনে ১২ মেগাপিক্সেল ও সামনে রয়েছে ৭ মেগাপিক্সেলের ক্যামেরা। আইওএস ফিফটিন অপারেটিং সিস্টেমচালিত ফোনটির দাম ৪২৯ মার্কিন ডলার। এছাড়াও নতুন রঙের আইফোন ১৩ ও ১৩ প্রো বাজারে আনার ঘোষণা দিয়েছে অ্যাপল।

এবার অ্যাপলের সর্বশেষ প্রযুক্তির শক্তিশালী কম্প্যাক্ট কম্পিউটার ম্যাক স্টুডিওর দুইটি সংস্করণের দাম রাখা হচ্ছে ১ হাজার ৯৯৯ ও ৩ হাজার ৯৯৯ ডলার। সঙ্গে নতুন মনিটর স্টুডিও ডিসপ্লের দাম পড়বে এক হাজার ৪৯৯ ডলার। আর অ্যাপলের নতুন আইপ্যাড এয়ারের দাম শুরু ৫৯৯ ডলার থেকে।

ভার্চুয়াল অনুষ্ঠানটিতে অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুকের সঙ্গে প্রতিষ্ঠানটির কর্মীরা তাদের নতুন পণ্য সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন। ১৮ মার্চ থেকে বাজারে পাওয়া যাবে এসব পণ্য। তবে প্রি-অর্ডার করা যাবে এখন থেকেই।

বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের আরো খবর

Link copied!