দেশে দেশে নিষেধাজ্ঞা আর সমালোচনার মাঝেই অনলাইনে শক্ত জায়গা করে নিয়েছে চীনের টিকটক। এমনকি বছর শেষে দেখা যাচ্ছে, ওয়েব ট্র্যাফিক তথা মোট ব্যবহারকারীর হিসেবে এটিই বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সামাজিক মাধ্যম।
ফেসবুক, ইউটিউব কিংবা টুইটার কেউই এবছর পাত্তা পায়নি টিকটকের কাছে। ক্লাউডফেয়ারের জরিপে শীর্ষ সামাজিক মাধ্যমের খেতাব অর্জন করেছে প্রতিষ্ঠানটি।
চাইনিজ স্টার্টআপ কোম্পানি বাইটড্যান্স ২০১৬ সালে প্রথম টিকটক চালু করে। এক বছর পরে কোম্পানিটি তাদের প্রতিদ্বন্দ্বী মিউজিকাল.লি-র ওয়েবসাইট কিনে নিলে আরও জনপ্রিয়তা পায় টিকটক।
২০২০ সালে ভিডিও আইডাহোর বাসিন্দা নাথান অ্যাপোডাকার জুস খেতে খেতে গানের তালে স্কেটবোর্ডিং করার একটি ভিডিও ভাইরাল হলে যুক্তরাষ্ট্রেও টিকতকের জনপ্রিয়তা বাড়তে শুরু করে। ধীরে ধীরে এর প্রসার ঘটে বিশ্বের অন্যান্য প্রান্তে।
এ বছর সবচেয়ে বেশি ব্যবহার করা সামাজিক যোগাযোগ মাধ্যমের তালিকা:
১. টিকটক
২. ফেসবুক
৩. ইউটিউব
৪. টুইটার
৫. ইনস্টাগ্রাম
৬. স্ন্যাপচ্যাট
৬. রেডিট
৮. পিনটারেস্ট
৯. লিঙ্কডইন
১০. কোরা