• ঢাকা
  • বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬

প্রথমবার গ্রাহক হারাচ্ছে ফেসবুক, শেয়ারেও পতন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ৩, ২০২২, ০২:১০ পিএম
প্রথমবার গ্রাহক হারাচ্ছে ফেসবুক, শেয়ারেও পতন

২০০৪ সালে প্রতিষ্ঠার পর প্রথমবার ব্যবহারকারী কমতে শুরু করেছে সামাজিক মাধ্যম ফেসবুকের। মার্কিন সংবাদমাধ্যম দ্য ভার্জের খবরে বলা হয়, বুধবার ফেসবুকের দৈনিক ব্যবহারকারীদের ত্রৈমাসিক রিপোর্ট প্রকাশের পর এই তথ্য সামনে আসে।

বিজ্ঞাপন হারানোর পাশাপাশি শেয়ারের দামও প্রায় ২০ শতাংশ কমে গেছে প্রতিষ্ঠানটির। এর ফলে তাৎক্ষণিকভাবে বাজার মূল্যে প্রায় ২০০ বিলিয়ন ডলার কমে গেছে ফেসবুকের।

তাই দেখা যাচ্ছে যে ফেসবুক কর্তৃপক্ষ তাদের মালিকানা প্রতিষ্ঠানের নাম বদলে ‘মেটা’ নামকরণ করলেও সেটা কোনোভাবেই তাদের ব্যবসার গতিটা বাড়াতে পারছে না। বিনিয়োগকারীদের আকৃষ্ট করতেও তাদের নীতি যথেষ্ট কার্যকর নয় বলে মনে করছে বিশ্লেষকরা।

গত তিন মাসে মেটার অধীনে থাকা তিন প্ল্যাটফর্ম ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপে কোনোটিতেই ব্যবহারকারী বাড়েনি আগের মতো। উত্তর আমেরিকাতে কেবল ফেসবুক অ্যাপটিই দৈনিক ১০ লাখ গ্রাহক হারিয়েছে।

যে বিজ্ঞাপনের মাধ্যমে সবচেয়ে বেশি অর্থ উপার্জন করে প্রতিষ্ঠানটি সেখানেও ভাটা পড়েছে। মেটার এক মুখপাত্র জানিয়েছেন, কোম্পানিটি ইতিহাসে প্রথমবার ধারাবাহিকভাবে পতনের মুখে পড়েছে।

প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মার্ক জাকারবার্গ মনে করছেন তরুণ ব্যবহারকারী ফেসবুক ব্যবহার কমিয়ে দেওয়ায় ফেসবুকের ব্যবসা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এছাড়া বিশ্বের সবচেয়ে বড় বিজ্ঞাপনী সংস্থা গুগলের সঙ্গেও বিজ্ঞাপনী প্রতিষ্ঠান হিসেবে পেরে উঠছে না মেটা।

Link copied!