• ঢাকা
  • বুধবার, ০৫ নভেম্বর, ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৭

গুগলকে সাড়ে ৬ কোটি টাকা জরিমানা করল অস্ট্রেলিয়া


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ৬, ২০২২, ০৭:২২ পিএম
গুগলকে সাড়ে ৬ কোটি টাকা জরিমানা করল অস্ট্রেলিয়া

সাবেক এমপিকে উপহাসকারী ইউটিউবারের দুই ভিডিওর জন্য ইউটিউবের স্বত্বাধিকারী প্রতিষ্ঠান গুগলকে বিশাল অংকের জরিমানা করেছে অস্ট্রেলিয়ার একটি আদালত।

ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান জানায়, আদালতের রায়ে ইউটিউবার জর্ডান শ্যাঙ্কসের ভিডিওগুলো ‘বর্ণবাদী’ ও ‘অপমানজনক’ প্রমাণিত হয়েছে। তাই এর বিরুদ্ধে কোন পদক্ষেপ না নেওয়ার কারণে গুগলকে ৭ লাখ ১৫ হাজার ডলার বা বাংলাদেশি মুদ্রায় সাড়ে ৬ কোটি টাকা জরিমানা দিতে হবে।

২০২০ সালে সাউ-ওয়েলস প্রদেশের সাবেক উপপ্রধান জন বারিলারোকে আক্রমণ করে ইউটিউবে ভিডিও দুটি আপলোড করেন কমেডিয়ান জর্ডান শ্যাঙ্কস। ভিডিওতে তার মানহানি করা হয়েছে দাবি করে শ্যাঙ্কস ও গুগলের বিরুদ্ধে আদালতে মামলা করেন বারিলারো।

সোমবার শুনানিতে বলা হয়, তার ইউটিউব চ্যানেলে ছয় লাখের বেশি সাবস্ক্রাইবার রয়েছে। তারা এই ভিডিও দেখায় এক বছর ধরে মাসে ২০ হাজার ডলারের বেশি আয় করেছেন তিনি। 

শ্যাঙ্কের এই ভিডিও প্রকাশ বন্ধের ক্ষেত্রে গুগল নিজস্ব নীতিগুলি প্রয়োগ করতে ব্যর্থ হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে। ফেডারেল আদালতের বিচারক স্টিফেন রেরেস এই রায় দিয়েছেন।

বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের আরো খবর

Link copied!