• ঢাকা
  • বুধবার, ০৫ নভেম্বর, ২০২৫, ২০ কার্তিক ১৪৩২, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৭

অ্যাপলকে হারিয়ে দিল মাইক্রোসফট


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১, ২০২১, ০৭:৩৯ পিএম
অ্যাপলকে হারিয়ে দিল মাইক্রোসফট

অ্যান্ড্রয়েডের কাছে হার না মানলেও মাইক্রোসফ্টের কাছে শেষ পর্যন্ত হেরে গেছে অ্যাপল। তবে পণ্যের মান কিংবা প্রযুক্তিগত দিক দিয়ে নয়, এই পরাজয় শীর্ষস্থান দখল করার দৌড়ে। 

ফোর্বস ম্যাগাজিন জানায়, বিশ্বের সবচেয়ে দামী কোম্পানির মাইলফলক স্পর্শ করেছে টেক জায়ান্ট মাইক্রোসফট। এক বছরেরও বেশি সময় ধরে শীর্ষ প্রতিষ্ঠানের অবস্থানে থাকা আইফোনকে হটিয়ে এই স্থান দখল করে প্রযুক্তি প্রতিষ্ঠানটি।

শেয়ারবাজারে অ্যাপলের ব্যর্থতায় এই সুযোগ লুফে নেয় মাইক্রোসফট। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শুক্রবার সকালে অ্যাপলের শেয়ারের মূল্য প্রায় ৪ শতাংশ কমে যায়। শেয়ার প্রতি ১৪৭ ডলার মূল্যের কারণে বাজারে এর কোম্পানিটির মূলধন কমিয়ে দাঁড়ায় ২ হাজার ৪৩০ কোটি ডলারে।

আর মাইক্রোসফটের শেয়ার শেয়ার প্রতি মূল্য শূন্য দশমিক নয় শতাংশ বেড়ে দাঁড়ায় ৩২৭ ডলারে। ফলে বাজার মূলধন ২ হাজার ৪৫০ কোটি ডলারে পৌঁছায়।

বৃহস্পতিবার অ্যাপলের ত্রৈমাসিক আয়ের প্রতিবেদনে জানা গেছে, সরবরাহের ঘাটতির কারণে প্রত্যাশিত রাজস্বের তুলনায় কোম্পানিটি ৬০০ কোটি ডলার কম আয় করেছে। ধারণা করা হচ্ছে একই কারণে শেয়ার বাজারেও পিছিয়ে গেছে অ্যাপল।

বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের আরো খবর

Link copied!