এক শতাব্দীর মধ্যে সবচেয়ে দীর্ঘ সময়ের জন্য সূর্য পুরোপুরি ঢাকা পড়বে চাঁদের আড়ালে। ২০২৭ সালের ২ আগস্ট এই বিরল পূর্ণ সূর্যগ্রহণ ঘটবে।
খবর অনুসারে, এই দিন সূর্য একটানা সর্বোচ্চ ৬ মিনিট ২৩ সেকেন্ডের জন্য চাঁদের আড়ালে হারিয়ে যাবে। এটাকে একটি ব্যতিক্রমী দীর্ঘ সময়ের গ্রহণকাল বলে মনে করছেন জ্যোতির্বিজ্ঞানীরা।
ঘটনাটি দেখা যাবে ইউরোপ, উত্তর আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যের বেশ কিছু দেশে। এর মধ্যে রয়েছে মরক্কো, আলজেরিয়া, তিউনিসিয়া, লিবিয়া, মিসর, সুদান, সৌদি আরব, ইয়েমেন ও সোমালিয়া। গ্রহণের রেখা বা টোটালিটির (যে স্থানে সূর্য পুরোপুরি ঢাকা পড়ে) আওতায় থাকবে এই অঞ্চলগুলোর প্রায় ৮ কোটি ৯০ লাখ মানুষ।
এই পূর্ণ সূর্যগ্রহণে চাঁদ পৃথিবী ও সূর্যের মাঝখানে অবস্থান নেবে এবং সূর্যের আলো সম্পূর্ণভাবে ঢেকে দেবে। এ সময় দিনদুপুরে চারপাশে অন্ধকার নেমে আসবে। এমন ঘটনা সাধারণত কয়েক সেকেন্ড থেকে শুরু করে সর্বোচ্চ ৭ মিনিট ৩০ সেকেন্ড পর্যন্ত স্থায়ী হতে পারে। তবে ২০২৭ সালের গ্রহণটি সময়ের দিক থেকে হবে শতাব্দীর অন্যতম দীর্ঘতম।
জ্যোতির্বিজ্ঞানী গ্রেগ ব্রাউন জানিয়েছেন, সূর্য ও চাঁদের দূরত্বের পার্থক্য এবং তাদের আপাত আকৃতির পরিবর্তনের কারণেই এই সময়ের ভিন্নতা দেখা যায়। গ্রহণের সময় চাঁদ সূর্যকে সম্পূর্ণ ঢেকে দিলে সূর্যের বাইরের আবরণ, অর্থাৎ করোনা (সূর্যের আলোর চূড়ান্ত স্তর) চোখে দেখা যায়।
সূর্যগ্রহণ তিন ধরনের হয়ে থাকে। পূর্ণ সূর্যগ্রহণ চাঁদ সম্পূর্ণভাবে সূর্যকে ঢেকে দেয়, আংশিক সূর্যগ্রহণ চাঁদ আংশিকভাবে সূর্যকে ঢেকে দেয়, বৃত্তাকার সূর্যগ্রহণ চাঁদের আকার সূর্যের তুলনায় ছোট দেখায়, ফলে চাঁদের চারপাশে সূর্যের একটি উজ্জ্বল রিং দেখা যায়
২০২৭ সালের এই পূর্ণ সূর্যগ্রহণ মহাকাশপ্রেমী ও জ্যোতির্বিদদের জন্য হবে এক দুর্লভ অভিজ্ঞতা। ১৯৯১-২১১৪ সাল পর্যন্ত সময়ের মধ্যে স্থলভাগ থেকে দেখা যাবে এমন দীর্ঘতম গ্রহণগুলোর একটি এটি।