• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫

পরিবহন শ্রমিকদের বিনা মূল্যে স্বাস্থ‍্যসেবা প্রদান


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ১৩, ২০২২, ০৩:৫৫ পিএম
পরিবহন শ্রমিকদের বিনা মূল্যে স্বাস্থ‍্যসেবা প্রদান

১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে পরিবহন শ্রমিকদের বিনা মূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করেছে জাতীয় পরিবহন শ্রমিক লীগ।

প্রাইম অর্থোপেডিক অ্যান্ড জেনারেল হাসপাতাল ও ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের সহযোগিতায় শুক্রবার (১২ আগস্ট) সকালে রাজধানীর গাবতলী বাসস্ট্যান্ডে এ সেবার আয়োজন করা হয়।

সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি ইলমান খান ও সাধারণ সম্পাদক জাহিদ হাসান বলেন, “ভবিষ‍্যতে শ্রমিকদের সেবায় তারা এ কার্যক্রমটি দেশব‍্যাপী পরিচালনা করবেন। প্রাইম অর্থোপেডিক অ্যান্ড জেনারেল হাসপাতাল ও ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে শ্রমিকরা আজীবন ৪০ শতাংশ সুবিধায় চিকিৎসা পাবে বলে সংগঠনের সঙ্গে হাসপাতালটির একটি চুক্তি স্বাক্ষরিত হয়। সেবা পেয়ে শ্রমিকরা সন্তুষ্টি প্রকাশ করেছেন।”

সেবাস্থলে উপস্থিত ছিলেন সংগঠনের সহসভাপতি মোহাম্মদ হোসেন জীবন, যুগ্ম সাধারণ সম্পাদক উম্মে জান্নাতুল ফেরদৌস (শাপলা), আনোয়ারুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক সাজেদুর রহমান তালুকদার (সাজু), এনামুল হক বিশ্বাস, দপ্তর সম্পাদক  মো. আলী আশরাফ, পশ্চিমবঙ্গের বিশিষ্ট শিল্পপতি এবং সমাজসেবক স্বামী বিবেকানন্দ আশ্রমের পৃষ্ঠপোষক সাধন রায় ও অঞ্জলি রায়।

Link copied!