বন্যার্তদের মাঝে কিউএলএফের খাবার বিতরণ


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ৩০, ২০২৪, ০৭:১৮ পিএম
বন্যার্তদের মাঝে কিউএলএফের খাবার বিতরণ

লক্ষ্মীপুরে বন্যাদুর্গত এলাকায় ৭টি আশ্রয়কেন্দ্রে ১ হাজার মানুষের মাঝে রান্না খাবার বিতরণ করা হয়েছে। শুক্রবার (৩০ আগস্ট) কোয়ালিটি লাইফ ফাউন্ডেশনের (কিউএলএফ) উদ্যোগে এ খাবার বিতরণ করা হয়।

সংস্থাটির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কিউএলএফের উদ্যোগে স্থানীয় সংগঠক ও স্বেচ্ছাসেবকদের সহায়তায় পৌর শহীদ স্মৃতি একাডেমিতে ৪৫০ জন, মান্দারী হাই স্কুলে ৪০০ জন, জিল্লুর রহিম কলেজে ২০০ জন, বটতলী স্কুলে ১২০ জন, আবু হুরায়ারা মাদ্রাসায় ৮০ জন, মান্দারী প্রিক্যাডেটে ২৫০ জন, ঠাকুরকান্দি মাদ্রাসায় ১২০ জন অসহায় বন্যার্তদের মাঝে খাবার বিতরণ করা হয়।

খাবারে মেন্যু হিসেবে ছিলো প্লেইন পোলাও, চিকেন কারি, সিদ্ধ ডিম ও পানি। এ সময় সংস্থাটি বন্যার্তদের পাশে দাঁড়াতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানায়।

কিউএলএফের পক্ষ থেকে জানানো হয়, বন্যার্তদের জীবনে কিছুটা স্বস্তি দিতে তাদের এ প্রচেষ্টা চলমান থাকবে।

খাবার বিতরণ কাজে অংশগ্রহণ করেন কিউএলএফের সমন্বয়ক ডা. দলিলুর রহমান, ডা. ইশরাত জাহান, ডা. মিজানুর রহমান, ডা. আবু রায়হান, ডা. মামুন হোসেন, শহীদ স্মৃতি একাডেমির প্রধান শিক্ষক আওলাদ হোসেন চৌধুরী, সিনিয়র শিক্ষক নাজমুন নাহার, মান্দারী হাই স্কুলের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন, স্থানীয় সংগঠক আতিকুর রহমান, মহিউদ্দিন আজাদ প্রমুখ।  

Link copied!