• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

রংবেরঙের গামছা


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২২, ১০:৫০ এএম
রংবেরঙের গামছা

ফুটপাত ঘেঁষে প্রায় সাত ফুচ উঁচু দেয়াল। সেই দেয়ালজুড়ে ঝুলছে রংবেরঙের গামছা। পাতলা আরামাদায়ক এই রঙিন গামছা সহজেই ক্রেতাদের আকৃষ্ট করে। আড়াই হাত, তিন হাত বহরের একেকটা গামছার কোনোটায় ছোট চেক, কোনোটায় বড়। কোনোটায় আবার আড়াআড়ি স্ট্রাইপের নকশা। লাল, হলুদ, নীল কী রং নেই সেই গামছার সম্ভারে! ১০০টাকা থেকে শুরু করে ৩৮০ টাকা পর্যন্ত দাম ওঠা-নামা করে এই গামছাগুলোর। রাজধানীর শ্যামলী থেকে ছবিগুলো তুলেছেন সাবরিনা মুন্নী।

gamcha

ফুটপাতের পথচারীরাই এই গামছার ক্রেতা। 

gamcha

সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত গামছা বিক্রি করে থাকেন বিক্রেতারা।

স্বল্পমূল্যে মেলে বলে অনেকেই ফুটপাতের দোকান থেকে সংগ্রহ করেন এ গামছা।

বিভিন্ন মাপের এই গামছাগুলো দরদাম করে কিনতে হয়।

 

Link copied!