• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

দৃষ্টি নন্দন প্লাস্টিকের ফুল


সাবরিনা মুন্নী
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০২২, ০৪:০০ পিএম
দৃষ্টি নন্দন প্লাস্টিকের ফুল

মাঘের শেষ দিন আজ, বসন্ত বরণের উৎসবে চারিদিকে সাজ-সাজ রব। প্রকৃতিও প্রস্তুত হচ্ছে নব পল্লবে উজ্জীবিত হওয়ার। বিগত কয়েক বছর ধরেই বসন্তকে বেশ ঘটা করেই বরণ করে নিচ্ছে বাঙালি। এদিন নানান রঙের ফুলে সজ্জিত হচ্ছে নিজেকে সাজান অনেকে। তাজা ফুলের পাশাপাশি দৃষ্টি নন্দন প্লাস্টিকের বিভিন্ন ফুলের ব্যবহারও চোখে পড়ে। অনেকেই আবার খোঁপায় বা মাথায় টায়রা পড়ার জন্য প্লাস্টিকের ফুল কিনে থাকেন। অনেক দিন সংরক্ষণের সুবিধার্থে। আবার অন্দর সজ্জাতেও এর জুড়ি মেলা ভার। নগরে প্রায়ই দেখা যায় প্লাস্টিকের ফুলের ভ্রাম্যমাণ দোকান। রাজধানী ঘুরে ছবি তুলেছেন- সাবরীনা মুন্নী

উৎসবের সাজের অন্যতম অনুষঙ্গ মাথায় ফুলের টায়রা। নানান রঙের প্লাস্টিকের ফুল দিয়ে বানানো হয়েছে এসব টায়রা। এগুলো রাখা যাবে যত দিন
১০০ টাকায় বিক্রি হচ্ছে এসব ফুল
অন্দরের সজ্জায়ও অনেকের পছন্দ এই ফুল
নিজের পছন্দ অনুযায়ী ফুল নিচ্ছেন এক ক্রেতা
প্লাস্টিকের রঙ্গিন গোলাপ ফুল
অনেকের পছন্দ আবার নীল রঙের গোলাপ
খোঁপায় বাঁধতে প্লাস্টিকের এই ফুলের মালা কিনছেন এক নারী
কেউ বা কিনছেন কেউ কেউ আবার মুঠোফোনে ছবি তুলতে ব্যস্ত
ছোট্ট শিশুটিও তার পছন্দ মতো ফুল কিনেছে

 

Link copied!