২০১৮ সালের নিরাপদ সড়ক আন্দোলনের তিন বছর পর আবারও একই দাবিতে রাজপথে শিক্ষার্থীরা। সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় নটর ডেম কলেজের শিক্ষার্থী নাঈম হাসানের মৃত্যুর প্রতিবাদে চলছে আন্দোলন।
সহপাঠীর মৃত্যুর ঘটনায় দোষীদের বিচারের দাবিতে রাজধানীতে বিভিন্ন কলেজের ছাত্রছাত্রীরা মতিঝিল, ফার্মগেটসহ বিভিন্ন স্থানে বিক্ষোভ করছে। এতে কোথাও কোথাও সৃষ্টি হয়েছে যানজটের। যানবাহন না চলায় দুর্ভোগের শিকার হয়েছেন যাত্রীরা। দাবি নিয়ে নগর ভবনেও পৌঁছে গেছেন শিক্ষার্থীরা। সংবাদ প্রকাশের ক্যামেরায় দেখুন আজকের ঢাকা।