• ঢাকা
  • শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫, ৫ পৌষ ১৪৩২, ২৯ জমাদিউস সানি ১৪৪৭

কংক্রিটের নগরীতে ফুটেছে ফুল


রিয়াদুর রহমান পিনজু
প্রকাশিত: মে ১০, ২০২২, ০৬:৩৩ পিএম
কংক্রিটের নগরীতে ফুটেছে ফুল

কংক্রিটের নগরী ঢাকা। বাস-অযোগ্য নগরী হিসেবে বিশ্ব তালিকায় নাম উঠেছে বারবার। তারপরেও কিছু সবুজের ছোঁয়া মেলে শহরের আনাচেকানাচে। এই শহরে এখনও ফুল ফোটে, ফুল ঝরে নিরবে। সেই সব ফুটন্ত ফুলের কিছু স্থিরচিত্র তুলে ধরা হলো। ছবি তুলেছেন রিয়াদুর রহমান পিনজু।

সবুজে ছোঁয়া সিগ্ধ ঢাকায় ফুটে আছে কৃষ্ণচূড়া
 
রাজপথের পাশে ফুটে আছে লাল রাধাচূড়া
Link copied!