সাভারে মাটি খুঁড়ে উদ্ধার সেই অজ্ঞাতনামা অর্ধগলিত মরদেহের পরিচয় মিলেছে।
মঙ্গলবার (২৩ নভেম্বর) রাতে ঢাকা জেলা পিবিআইয়ের উপপরিদর্শক (এসআই) সালেহ ইমরান ওই লাশের নাম-পরিচয় শনাক্ত করেন। এর আগে বিকেলে সাভারের তেঁতুলঝরা ইউনিয়নের দক্ষিণ মেইটকা গ্রামের পরিত্যক্ত একটি মাঠ থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ।
নিহতের নাম মো. মনির (২৫)। তিনি বরিশালের লালমোহন উপজেলার পশ্চিম চর উমেদ ইউনিয়নের গজারিয়া গ্রামের আবুল কাশেমের ছেলে।
মনির হোসেন পেশায় অটোরিকশা চালক। তিনি সাভারের তেঁতুলঝরা ইউনিয়নের হরিণধরা এলাকায় ভাড়া বাসায় পরিবার নিয়ে বসবাস করতেন।
সাভার ট্যানারি ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সুজন শিকদার জানান, খবর পেয়ে পরিত্যক্ত একটি মাঠ থেকে মাটি খুঁড়ে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে নিহতের নাম-পরিচয়ের সন্ধান মেলে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। সেই সঙ্গে ঘটনাটি তদন্ত করা হচ্ছে বলে জানান তিনি।
এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।
মঙ্গলবার বিকেলে নুর ইসলাম নামের এক কৃষক ফসলি জমিতে কাজের সময় ওই যুবকের মাটি চাপা পা দেখতে পায়। এরপরে স্থানীয়দের সহায়তায় হেমায়েতপুর ট্যানারি ফাঁড়িতে খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
মনির শনিবার (২০ নভেম্বর) বিকেলে অটোরিকশা নিয়ে বের হওয়ার পর নিখোঁজ হন। তার নিখোঁজের ঘটনায় মনিরের স্ত্রী জান্নাতারা সোমবার (২২ নভেম্বর) সাভার মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।