• ঢাকা
  • রবিবার, ০৬ জুলাই, ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২, ১০ মুহররম ১৪৪৬

মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৬২


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ১২, ২০২১, ১১:১১ এএম
মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৬২

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযানে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৬২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি)।

ডিএমপির নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার (১১ নভেম্বর) ভোর ছয়টা থেকে শুক্রবার (১২ নভেম্বর) ভোর ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার এবং মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

শুক্রবার (১২ নভেম্বর) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন এ তথ্য জানান।

ডিসি বলেন, গ্রেপ্তারদের কাছ থেকে ৩২৫ পুরিয়া হেরোইন (১৯০ দশমিক ৭৫ গ্রাম), ৯ বোতল দেশি মদ, ২ হাজার ৯২২ পিস ইয়াবা ও ৪৭ কেজি ৩৭০ গ্রাম ৭৫ পুরিয়া গাঁজা জব্দ করা হয়।

তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৫টি মামলা হয়েছে বলেও জানান তিনি।

Link copied!