নিরাপদ সড়কের দাবিতে টানা কর্মসূচির অংশ হিসেবে আজও (৩ ডিসেম্বর) রাজধানীর রামপুরা ব্রিজে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা। শনিবার (৪ ডিসেম্বর) দুর্নীতিকে লাল কার্ড দেখানোর কর্মসূচি ঘোষণার মধ্য দিয়ে আজকের মতো আন্দোলন সমাপ্ত করেছেন তারা।
শুক্রবার সকাল ১০টা থেকে রামপুরা ব্রিজে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। পরে ব্রিজের এক পাশে অবস্থান নিয়ে তারা বিক্ষোভ কর্মসূচি পালন করন। এ সময় তারা নিরাপদ সড়কের দাবি বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান। বিক্ষোভ শেষে দুর্নীতিকে লাল কার্ড দেখানোর কর্মসূচি ঘোষণা করা হয়।
শিক্ষার্থীদের প্রতিনিধি সোহাগী সায়মা বলেন, “আমরা আগামীকাল দুপুর ১২টায় রামপুরা ব্রিজে ফুটপাতে অবস্থান নেব। সেখান দাঁড়িয়ে আমরা সড়কে যে অব্যবস্থাপনা, রাষ্ট্রের যে দুর্নীতি, সে দুর্নীতির বিরুদ্ধে লাল কার্ড ও কার্টুন প্রদর্শন করব।”
শিক্ষার্থীদের এই প্রতিনিধি আরও বলেন, “পুলিশ কখনো কখনো আমাদের সহযোগিতা করছে। আবার কখনো কৌশলে অসহযোগিতা করছে। পুলিশের পাশাপাশি আমাদের কলেজের শিক্ষকরাও আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের নানা রকম হুমকি দিচ্ছেন। তারা ফোন দিয়ে অভিভাবকদের অভিযোগ দিচ্ছেন। আন্দোলনরত শিক্ষার্থীদের রাস্তা থেকে উঠিয়ে নিয়ে যাচ্ছেন।”
সোহাগী সায়মা আরও অভিযোগ করেন, “অনেক বহিরাগত আমাদের সঙ্গে যুক্ত হয়ে কৌশলে নানা রকম তথ্য ছড়িয়ে আমাদের বিভ্রান্ত করার চেষ্টা করছে।”
এদিকে শিক্ষার্থীদের এ আন্দোলনকে সামনে রেখে রামপুরা এলাকায় প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে।