রাজধানীর তুরাগে একটি বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে তিনজনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৪ জানুয়ারি) ভোর ৪টায় উত্তরার চণ্ডালভোগ এলাকার মানিক বস্তি খালপাড়ে সরকারি খাস জমিতে নির্মিত দুই রুমের একটি টিনশেড বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটান ঘটে।
ফায়ার সার্ভিসের গণমাধ্যম কর্মকর্তা ও স্টেশন অফিসার রায়হান জানান, আগুন নিয়ন্ত্রণে উত্তরা ফায়ার স্টেশনের তিনটি ইউনিট কাজ করে। ৫টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
নিহতরা হলেন মো. জাহাঙ্গীর, রুমা আক্তার ও আফরিন।
তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান জানান, ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। যারা মারা গেছেন তারা একই পরিবারের সদস্য। মরদেহ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে পাঠানো হচ্ছে।