• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬

জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ১৮, ২০২১, ০৬:৫৩ পিএম
জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে
প্রতীকী ছবি

রাজধানীর নাজিরাবাজারের তাইয়েবা হোটেলের পাশের একটি জুতার কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট আধাঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

শনিবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম।

লিমা খানম বলেন, “বিকেল সাড়ে ৫টা দিকে পুরান ঢাকার নাজিরাবাজারের তাইয়েবা হোটেলের পাশে একটি জুতার কারখানায় আগুন লাগার খবর পাই। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে যায়। আধাঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।”  

তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি এবং হতাহতের কোনো খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

Link copied!