রাজধানীর গুলশান-১ নম্বর এলাকার ডিএনসিসি মার্কেটের পাশের একটি ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ৪০ মিনিটের প্রচেষ্টায় ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
সোমবার (২৯ নভেম্বর) বিকেল ৪টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম।
লিমা খানম বলেন, “গুলশান-১ নম্বরে ডিএনসিসি মার্কেটের পাশের ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের সাত ইউনিট বিকেল ৪টা ৪০ আগুন নিয়ন্ত্রণে আনে। তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি “
এর আগে বিকেল ৪টায় আমরা আগুন লাগার খবর পাই। খবর পেয়ে ঘটনাস্থলে আমাদের সাতটি ইউনিট যায় বলে জানান তিনি।