সাভারে সবুজ মন্ডল (২২) নামের খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে সাভার মডেল থানা পুলিশ।
বৃহস্পতিবার (১৮ নভেম্বর) বিকেলে সাভার মডেল থানার উপপরিদর্শক জাহিদুল ইসলাম মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।
নিহত সবুজ বাগেরহাট জেলার চাঁদপুর গ্রামের নিরঞ্জন মন্ডলের ছেলে। তিনি খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তৃতীয় সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন।
নিহতের স্বজনরা জানান, ওই শিক্ষার্থী পৌর এলাকার ডগরমোড়া মহল্লায় তার ভাইয়ের বাসা বেড়াতে আসেন। বুধবার রাতে ঘুমতে যান এবং সকালে দীর্ঘ সময় ঘরের দরজা বন্ধ পেয়ে স্বজনরা ডাকা-ডাকি করেন। এতে সবুজের কোন সাড়া শব্দ না পেয়ে সন্দেহের সৃষ্টি হয়। পরে ঘরের সিলিং ফ্যানের সাথে তার ঝুলন্ত মরদেহ দেখতে পায় স্বজনেরা।
সাভার মডেল থানার উপপরিদর্শক জাহিদুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করা হয়েছে। সেই সঙ্গে নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।