• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

করোনায় দেশে আরো ৫ জনের মৃত্যু


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২১, ০৫:০৯ পিএম
করোনায় দেশে আরো ৫ জনের মৃত্যু

করোনায় দেশে গত ২৪ ঘণ্টায় আরো ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২৪৪ জনের।

বৃহস্পতিবার (১৮ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

মৃতদের মধ্যে ঢাকার ৩ জন এবং চট্টগ্রাম ও রংপুর বিভাগের একজন করে রয়েছেন। মৃতদের সবাই পুরুষ রোগী ছিলেন।

আজকের ৫ জন মিলিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৯৩৯ জনে। আর মোট শনাক্ত হয়েছে ১৫ লাখ ৭৩ হাজার ৪৫৮ জন।

গত ২৪ ঘণ্টায় ১৯ হাজার ৫০৭টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ২৫ শতাংশ।
 
গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

Link copied!