রাজধানীর সায়েদাবাদ এলাকা থেকে আগ্নেয়াস্ত্রসহ জানিবুল ইসলাম জোসি ও মো. বাসির আলী নামে দুই ব্যক্তি গ্রেপ্তার করেছে পুলিশ। এদের মধ্যে জোসি শিবগঞ্জ থানা ছাত্রদল নেতা বলে পুলিশ জানিয়েছে।
মঙ্গলবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার একেএম হাফিজ আক্তার বলেন, “সোমবার রাতে জোসি ও বাসিরকে সায়দাবাদ বাস টার্মিনাল থেকে দুটি পিস্তল ও আটটি গুলিসহ গ্রেপ্তার করা হয়। জোসি শিবগঞ্জ থানা ছাত্রদলের ফ্রন্টলাইনার। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থেকে অস্ত্র দুটি ঢাকায় নিয়ে এসেছে।”
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ ও শিবগঞ্জ থানায় অস্ত্র ও বিস্ফোরক আইনে একাধিক মামলা রয়েছে বলে জানান একেএম হাফিজ।