• ঢাকা
  • শুক্রবার, ০২ মে, ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২, ৩ জ্বিলকদ ১৪৪৬

আগাম জামিন পেলেন জেড আই খান পান্না


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ২১, ২০২৪, ১২:১৭ পিএম
আগাম জামিন পেলেন জেড আই খান পান্না
জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্না। ছবি : সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হত্যাচেষ্টার অভিযোগে হওয়া মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিন পেয়েছেন জ্যেষ্ঠ আইনজীবী জে আই খান পান্না। পুলিশ রিপোর্ট দাখিল পর্যন্ত তাকে জামিন দেওয়া হয়েছে।

সোমবার (২১ অক্টোবর) বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ ইনায়েত হোসাইনের বেঞ্চ এ আদেশ দেন।

আইনজীবী পান্নার জামিন শুনানিতে উপস্থিত ছিলেন সব দল ও মতের আইনজীবীরা। জামিনের বিরোধিতা করেনি রাষ্ট্রপক্ষ।

ছাত্র আন্দোলনের সময় গুলি ও মারধরের ঘটনায় পান্নাসহ ১৮০ জনকে আসামি করে খিলগাঁও থানায় মামলাটি করা হয়। গত ১৭ অক্টোবর মামলাটি করেন মো. বাকের। এই মামলায় ৯৪ নম্বর আসামি করা হয় সিনিয়র আইনজীবী জেড আই খান পান্নাকে।

এর আগে রোববার হাইকোর্টে জামিন আবেদন করেন জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্না। পরে আদালত সোমবার আবেদন শুনানির তারিখ নির্ধারণ করেন।
 

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!